বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপ্রতিরোধ্য জকোভিচের হাতে নবম অস্ট্রেলিয়ান ওপেন

  •    
  • ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩২

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে সরাসরি ৭-৫, ৬-২, ৬-২ গেমে হারান নোভাক জকোভিচ। জিতে নেন তার নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা।

উইম্বলডন তার প্রিয় টুর্নামেন্ট তবে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে তার দারুণ লাগে। কথাটা প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। মেলবোর্নে বছরের প্রথম স্ল্যামটি তার এতটাই প্রিয় যে এর আগে আটবার জিতেছেন শিরোপা।এবারের টুর্নামেন্ট শুরুর আগে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ডিসকোয়ালিফাই হওয়ার লজ্জাটা পোড়াচ্ছিল তাকে। ওই ম্যাচে বল দিয়ে লাইনসম্যানকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে ডিসকোয়ালিফায়েড হন নোভাক জকোভিচ।তাই অস্ট্রেলিয়ায় নয় নম্বর শিরোপা নিয়ে কিছুটা সংশয় ছিল। ৩৩ বছর বয়স হয়ে গেছে। ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সর্বকালের সেরা তিনে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের পাশেই বসেন তিনি। তারপরও বয়স, ইউএস ওপেনের দুর্ঘটনা বা সব পেয়ে যাওয়ার তুষ্টি নয়, জকোভিচের সামনে এবারের ওপেনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইনজুরি।মিলোস রাওনিকের বিপক্ষে চতুর্থ রাউন্ডে তাকে ভোগায় পেশির চোট। রাওনিকের বিপক্ষে ম্যাচের শেষে জকোভিচ জানান তার পেশিতে চিড় ধরা পড়েছে। সেমিফাইনালেও সেরা ছন্দে ছিলেন না টুর্নামেন্টের শীর্ষ বাছাই।প্রথম রাউন্ডের পর প্রতিটি রাউন্ডেই তাকে খেলতে হয় চার সেট। শেষমেশ নিজের ফর্মে ফেরেন সেমিফাইনালে। সরাসরি সেটে রাশিয়ার আসলান কারাতসেভকে উড়িয়ে পৌছান নিজের নবম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে।ফাইনালে ওঠার পর ম্যাচের ফল নিয়ে সন্দেহ ছিল খুব কম দর্শকেরই। মেলবোর্নের ফাইনালে জকোভিচ হারেন না। আটবারের আটটিতে শিরোপা উঁচিয়েছেন এই সার্বিয়ান গ্রেট।কথাটা আবারও প্রমাণ হলো দানিল মেদভেদেভের বিপক্ষে রোববারের ফাইনালে। শুরুর সেটে কিছুটা লড়াই হলেও, ৭-৫ গেমে ম্যাচ জিতে নেন জকোভিচ।এরপরই রড লেভার অ্যারেনায় শুরু জোকার ঝড়। চিরচেনা আগ্রাসি জকোভিচকে সামলাতে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় স্ল্যাম ফাইনাল খেলতে ওঠা মেদভেদেভ। পরের দুই সেট ৬-২, ৬-২ গেমে হেরে একরকম আত্মসমর্পণ করেন এই রাশান তরুণ।অস্ট্রেলিয়ান ওপেনের নবম ও ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম নোভাক জকোভিচ জিতে নেন একরকম অনায়াসেই। আটবার জিতে টুর্নামেন্টটি সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড গড়েন গত বছর। এবারে সেটাকে আরেকটি বাড়ালেন।টানা তৃতীয়বার এই শিরোপা জিতলেন জকোভিচ। এর আগেও ২০১১, ১২, ১৩ সালে টানা তিনবার জেতেন বছরের প্রথম স্ল্যাম।শিরোপা হারার পর জকোভিচকে শুভেচ্ছা জানিয়ে মজার এক স্মৃতি রোমন্থন করলেন মেদভেদেভ।‘অস্ট্রেলিয়ায় নয়টি স্ল্যাম জেতা অসাধারণ কীর্তি। আমি নিশ্চিত এটাই আপনার শেষ না। একটা ছোট ঘটনা বলি, যখন আমার সঙ্গে নোভাকের প্রথম দেখা হয় আমার র‍্যাংকিং তখন ৫০০ বা ৬০০ হবে। সে তখন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। কিন্তু তখনও তিনি আমার সঙ্গে ঠিক একই ভাবে কথা বলেছিলেন যেমনটা এখন বলেন। বন্ধুর মতো। তিনি বদলাননি। সবসময়ই সেরা একজন খেলোয়াড় ও দারুণ এক বন্ধু।’কোর্টের বাইরে দারুণ আমুদে জকোভিচ অবশ্য বন্ধুকে খোঁচা মারার সুযোগটা হাতছাড়া করেননি। ট্রফি হাতে নিয়ে তিনি বলেন, ‘গত দুই বছরে আমাকে খুব একটা ফোন করনি তুমি। তাও আমার সম্বন্ধে ভালো কথা বলছ দেখে ভালো লাগছে। কোর্টে যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে অন্যতম কঠিন প্রতিপক্ষ তুুুমি। খুব শিগগিরই তোমার হাতে একটা গ্র্যান্ড স্ল্যাম ট্রফি থাকবে।’মেদভেদেভকে প্রশংসায় ভাসালেও মুহূর্তটি ছিল জকোভিচের। গত বছরের ইউএস ওপেনের লজ্জা ও এ বছরের শুরুতে চোটকে কাটিয়ে তিনি এখন ১৮ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তার দিকে পুরো বিশ্বের সঙ্গে নিশ্চিত ভাবেই তাকিয়ে রাফায়েল নাদাল ও রজার ফেডেরার।তাদের জয় করা ২০ গ্র্যান্ড স্ল্যাম ছুঁতে আর মাত্র দুটি শিরোপা চাই এখন জকোভিচের।

এ বিভাগের আরো খবর