রংপুর থেকে বিকেএসপিতে ভর্তি হতে এসেছেন মৌহাসি ফেরদৌসী মৌফি। তার ইচ্ছা ক্রিকেটার হওয়ার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দারুণ ভক্ত সে। কিন্তু হতে চায় জাতীয় নারী দলের জাহানারা আলমের মতো একজন তুখোড় পেইসার।‘ছোট বেলা থেকে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। বাবা-মাও ক্রিকেট খেলতে উৎসাহ দিচ্ছেন। তাই বিকেএসপিতে ভর্তি হতে এসেছি,’ এভাবেই নিউজবাংলাকে নিজের উচ্ছ্বাসের কথা জানায় মৌফি।১৯ ফেব্রুয়ারি থেকে দিনাজপুর বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। মৌফির মতো খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হতে এসেছেন কয়েক হাজার ক্ষুদে খেলোয়াড়। সবার চোখেই স্বপ্ন সাকিব, মুশফিক কিংবা জাহানারার মতো বিশ্বসেরাদের কাতারে নিজেকে যাওয়ার।মৌফির মতো তৌহিদুল ইসলাম তপনও ক্রিকেটার হতে চায়। স্বপ্ন পূরণের জন্য বেছে গাইবান্ধা থেকে দিনাজপুর আসা ও পরীক্ষায় বসা।‘আমার স্বপ্ন ক্রিকেটার হওয়ার। তাই বিকেএসপিতে ভর্তি হতে এসেছি। পরীক্ষা দিয়েছি। চেষ্টা করেছি ভালো পরীক্ষা দেয়ার। এখন স্যারেরা বাছাই করবেন,’ নিউজবাংলাকে বলেন তপন।এই বছর দিনাজপুর বিকেএসপিতে ফুটবল, ক্রিকেট, আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং ও বাস্কেটবলসহ মোট ১৯টি ডিসিপ্লিনে প্রায় চার হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বিকেএসপি কর্তৃপক্ষ এর থেকে প্রায় দুই শত খেলোয়াড় বাছাই করবেন।গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্যদের উদাহরণ দিয়ে বিকেএসপির কেন্দ্রীয় ক্রিকেট বিভাগের উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম নিউজবাংলাকে বলেন, ‘দিনাজপুর থেকে খেলা শিখে আকবররা অনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এটা বিকেএসপির জন্য অন্য রকম সাফল্য। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের ছেলে-মেয়েরা বিকেএসপিতে ভর্তি হতে আগ্রহ দেখাচ্ছে।’ফাহিমের কথার প্রতিফলন পাওয়া গেছে এই বছর শিক্ষার্থীর সংখ্যায়। গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে জানিয়েছে দিনাজপুর বিকেএসপির ভারপ্রাপ্ত উপ-পরিচালক আখিনুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘দিনাজপুর থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি করার সুযোগ-সুবিধা রয়েছে। দেশের অন্যান্য কেন্দ্রগুলোর মতো দিনাজপুরেও সকল ধরনের সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত খেলার জায়গা রয়েছে।’সুবিধাবঞ্চিতদের দিকেও নজর আছে বিকেএসপির। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘তৃণমূল থেকে আরও খেলোয়াড় তৈরীতে বিকেএসপি কাজ করে যাচ্ছে। দিনাজপুর থেকে সারাদেশের ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমে দেশের গরীব ও সুযোগ বঞ্চিত প্রতিভাবান ছেলে-মেয়েরাও তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’
ক্ষুদে ক্রীড়াবিদদের স্বপ্নপূরণে দিনাজপুর বিকেএসপি
১৯ ফেব্রুয়ারি থেকে দিনাজপুর বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। মৌফির মতো খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হতে এসেছেন কয়েক হাজার ক্ষুদে খেলোয়াড়। সবার চোখেই স্বপ্ন সাকিব, মুশফিক কিংবা জাহানারার মতো বিশ্বসেরাদের কাতারে নিজেকে যাওয়ার।
-
ট্যাগ:
- বিকেএসপি
এ বিভাগের আরো খবর/p>