অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচ দূরে দানিল মেদভেদেভ। চতুর্থ বাছাই এই রাশান সেমি ফাইনালে সরাসরি সেটে হারান গ্রিসের পঞ্চম বাছাই স্টেফানোস সিসিপাসকে।রড লেভার অ্যারেনায় ক্লান্ত থাকলেও ম্যাচের শুরু থেকে সমান তালে লড়ে যান সিসিপাস। প্রথম সেটে তাকে ছাড়ান মেদভেদেভ ব্রেক পয়েন্ট নিয়ে। ৬-৪ গেমে সেট জিতে এগিয়ে যান ম্যাচে।দ্বিতীয় সেটে একেবারে লড়াই করতে পারেননি সিসিপাস। সেট হেরে বসেন ৬-২ গেমে। তৃতীয় ও নির্ধারণী সেটে আপ্রাণ চেষ্টা করেন তিনি। পঞ্চম গেমে মেদভেদেভ তাকে ব্রেক করলেও পরের গেমে প্রতিপক্ষকে ব্রেক করে ৩-৩ গেমে সমতা আনেন সেটে।শেষ রক্ষা অবশ্য হয়নি। ৭-৫ গেমে সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মেদভেদেভ। ম্যাচ শেষে রাশান তারকার কণ্ঠে ছিল গ্রিক প্রতিপক্ষের প্রতি সহানুভূতি। সিসিপাস কোয়ার্টার ফাইনালে বুধবার পাঁচ সেটের এক ম্যারাথন লড়াইয়ে পেছনে ফেলেন স্প্যানিশ গ্রেট রাফায়েল নাদালকে। সেই ম্যাচের ধকল সেমিতেও কাটাতে পারেননি গ্রিক তরুণ এমনটা ধারণা টানা ২০ ম্যাচ জেতা মেদভেদেভের।‘নিশ্চিত ভাবেই রাফার বিপক্ষে ম্যাচের পর সে ক্লান্ত ছিল। আজকের ম্যাচে সেটা দেখার পর আমি তাকে পুরো কোর্ট জুড়ে খেলিয়েছি। আমার জন্য সে কৌশল বেছে নেয়াটাই সহজ ছিল।’গ্র্যান্ড স্ল্যাম টেনিসে রাশিয়ার সাফল্য এসেছিল সবশেষ ২০০৫ সালে। সেবার ইউএস ওপেন জিতেছিলেন মারাত সাফিন। রোববার মেদভেদেভের সামনে লক্ষ্য থাকবে সাফিনের পথে হাঁটার। ১৬ বছরে ট্রফি খরা ঘোচানোর। তবে, বাধাটা যে অনেক বড় সেটা জানেন তিনি।বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে রোববার নোভাক জকোভিচের মুখোমুখি হবেন মেদভেদেভ। আটবার টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচ। আর মেদভেদেভের সেরা সাফল্য ২০১৯ সালের ইউএস ওপেনের ফাইনালে খেলা।৬-৪, ৬-২, ৭-৫ গেমে ম্যাচ জেতা মেদভেদেভ ফাইনালে পৌঁছাতে পেরে আনন্দিত উল্লেখ করে বলেন শিরোপা জেতার চাপটা জকোভিচের ওপরই বেশি থাকবে।‘রোববার আমি সর্বকালের অন্যতম সেরা একজনের মুখোমুখি হচ্ছি। যদি পাগলাটে কোনো ম্যাচ হয় তাহলে রাফার বিপক্ষে খেলার (২০১৯ ইউএস ওপেন ফাইনাল) অভিজ্ঞতা কাজে আসবে। চাপ আমার উপর নেই। সে (জকোভিচ) এখানে আটটি ফাইনালে হারেনি। আশা করি সেরাটা খেলতে পারব। ভালো খেললে আমার খ্যাতি আরও বাড়বে। সে আমার চেয়ে অভিজ্ঞ এবং আমার চেয়ে তার হারার বেশি কিছু রয়েছে।’
সিসিপাসকে হারিয়ে জকোভিচের সামনে মেদভেদেভ
৬-৪, ৬-২, ৭-৫ গেমে ম্যাচ জেতা মেদভেদেভ ফাইনালে পৌঁছাতে পেরে আনন্দিত উল্লেখ করে বলেন শিরোপা জেতার চাপটা জকোভিচের ওপরই বেশি থাকবে।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়ান ওপেন
এ বিভাগের আরো খবর/p>