মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’। শুক্রবার সকালে শহরতলির লেক ভিউ থেকে শুরু হয়ে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয় এই প্রতিযোগিতা।ম্যারাথনে প্রথম হন আনওয়ারুল ইসলাম। দ্বিতীয় অবস্থানে ছিলেন শহিদ হোসেন। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হন সোহানা খাতুন। দ্বিতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন আফরা খন্দকার।বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ৫৫ পদাতিক ব্যাটালিয়নের সিও লে. কর্নেল নাসির ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ম্যারাথন
ম্যারাথনে প্রথম হন আনওয়ারুল ইসলাম। দ্বিতীয় অবস্থানে ছিলেন শহিদ হোসেন। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হন সোহানা খাতুন। দ্বিতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন আফরা খন্দকার।
-
ট্যাগ:
- সাতক্ষীরা
এ বিভাগের আরো খবর/p>