বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেব্রনের রেকর্ডের দিনে হারল লেকার্স

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৫০

ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ৩৫ হাজার পয়েন্ট পূর্ণ করেছেন লেব্রন জেমস। তার এই মাইলফলক ছোঁয়ার দিনের হেরে গেছে তার দল লস অ্যাঞ্জেলেস লেকার্স।

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) লিগের ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ৩৫ হাজার পয়েন্ট পূর্ণ করেছেন লেব্রন জেমস। তার এই মাইলফলক ছোঁয়ার দিনের হেরে গেছে তার দল লস অ্যাঞ্জেলেস লেকার্স।ব্রুকলিন নেটসের কাছে হেরে যাওয়া ম্যাচে ৩২ পয়েন্ট স্কোর করেন জেমস। ১৫ পয়েন্ট করে ছুঁইয়ে ফেলেন ৩৫ হাজার ক্যারিয়ার পয়েন্ট। এনবিএর সর্বকালের সেরা স্কোরারদের তালিকায় এখন তিনে আছেন এই পয়েন্ট গার্ড। লেব্রনের ঠিক ওপরে দুই নম্বরে আছেন ইউটাহ জ্যাজের কিংবদন্তি কার্ল মালোন। তার সংগ্রহে ৩৬, ৯২৮ পয়েন্ট।আর তালিকার সবার ওপরের নামটি করিম আব্দুল জব্বারের। লেকার্স ও মিলওয়াকি বাকসের এই কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় জব্বার স্কোর করেন ৩৮, ৩৮৭ পয়েন্ট। এই মাইলফলে পৌছানো খেলোয়াড়দের মধ্যে ৩৬ বছরের লেব্রন কনিষ্ঠতম।লেব্রনের রেকর্ডের দিন ব্রুকলিন নেটসের কাছে ১০৯-৯৮ পয়েন্টে হেরে যায় তার দল লেকার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ পয়েন্ট করেন জেমস। নেন আটটি রিবাউন্ড ও অ্যাসিস্ট করেন সাতটি। নেটসের দুই সেরা তারকা জেমস হারডেন ও কাইরি আরভিং স্কোর করেন যথাক্রমে ২৩ ও ১৬ পয়েন্ট।নিয়মিত মৌসুমে নেটস এরই মধ্যে খেলেছে ৩১ ম্যাচ। ১৯জয়ের বিপরীতে ১২টি হার তাদের। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তারা আছে দুইয়ে। ৩০ ম্যাচে ২২টি জিতেছে লেকার্স। হেরেছে আটটিতে। ওয়েস্টার্ন কনফারেন্সে তারাও আছে দুই নম্বরে।

এ বিভাগের আরো খবর