বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৫

প্রথম সেটে ৬-৩ গেমে জিতে দ্বিতীয় সেটে একটু সময় নিয়ে ৬-৪ গেমে জেতেন এই সার্বিয়ান। এই একটা সেটেই একটা প্রতিরোধ গড়ে তোলেন আসলান। তৃতীয় সেটে ৬-২ গেমে সহজ জয়ে ম্যাচ পকেটবন্দি করেন জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নোভাক জকোভিচের বিপক্ষে প্রথম সেটে ৩-৩ ব্যবধান করে ফেলেন রাশিয়ান আসলান কারাতসেভ। মনে হচ্ছিল, রাফায়েল নাদালের মতো বৃহস্পতিবারও হয়তো কঠিন পরীক্ষা দিতে হতে পারে এই সার্বিয়ানকে। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে পা রাখলেন জকোভিচ।মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেমিতে আসলান কারাতসেভকে সরাসরি সেটে হারিয়ে সেমি জিতে নেন ১৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী।

কোয়ার্টার থেকে নাদালের বিদায়ের পর বৃহস্পতিবার নারী এককে সেমি থেকে ছিটকে যান সেরিনা উইলিয়ামস।

মহাতারকাদের পতনের দিনে অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের যাত্রা অব্যাহত রেখেছেন জকোভিচ।প্রথম সেটে ৬-৩ গেমে জিতে দ্বিতীয় সেটে একটু সময় নিয়ে ৬-৪ গেমে জেতেন এই সার্বিয়ান। এই একটা সেটেই একটা প্রতিরোধ গড়ে তোলেন আসলান। তৃতীয় সেটে ৬-২ গেমে সহজ জয়ে ম্যাচ পকেটবন্দি করেন জকোভিচ।

এতে টানা দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে যান এই আধুনিক গ্রেট। নবম গ্র্যান্ড স্ল্যাম জেতার মাত্র এক ধাপ দূরে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

এ বিভাগের আরো খবর