বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেমিতে মুখোমুখি সেরিনা-ওসাকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৫০

সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন নেওমি ওসাকা ও সেরিনা উইলিয়ামস। নারী এককের দুই অন্যতম সেরা তারকা কোয়ার্টার ফাইনালে জয় পান সরাসরি সেটে।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন নেওমি ওসাকা ও সেরিনা উইলিয়ামস। নারী এককের দুই অন্যতম সেরা তারকা কোয়ার্টার ফাইনালে জয় পান সরাসরি সেটে।১০ নম্বর বাছাই সেরিনার প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ। বেলজিয়ান তারকার বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন আমেরিকান গ্রেট।প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে ৪-৩ গেমের পর ব্রেক পয়েন্টের জন্য ছয়বার চেষ্টা করেন সেরিনা। ব্রেক পয়েন্ট নিয়ে পরের গেমে নিশ্চিত করেন সেট। টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন সেরিনা সামনে ফাইনালের পথে বাধা ওসাকা।তৃতীয় বাছাই ওসাকাকে এতটা ঘাম ঝরাতে হয়নি ম্যাচ জিততে। অবাছাই জিয়ে শু-য়েইকে সরাসরি ৬-২, ৬-২ গেমে হারান জাপানি তারকা।শু-ওয়ে প্রথম তাইওয়ানিজ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেন। তবে, ম্যাচে একেবারে পাত্তা পাননি ওসাকার কাছে। এক ঘণ্টার কিছু বেশি সময় নেন ওসাকা তাকে হারাতে।ওসাকা ও সেরিনা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন বৃহস্পতিবার।

এ বিভাগের আরো খবর