বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘাম ঝরিয়ে জিতলেন হালেপ, সেরিনা ও ওসাকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২২

চতুর্থ রাউন্ডের ম্যাচে তিন সেট খেলতে হয় সিমোনা হালেপ, সেরিনা উইলিয়ামস ও নেওমি ওসাকাকে। ঘাম ঝরিয়ে তিন তারকাই পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে।

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে তিন ফেভারিটকে পড়তে হয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। চতুর্থ রাউন্ডের ম্যাচে তিন সেট খেলতে হয় সিমোনা হালেপ, সেরিনা উইলিয়ামস ও নেওমি ওসাকাকে। ঘাম ঝরিয়ে তিন তারকাই পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে।চতুর্থ রাউন্ডে তৃতীয় বাছাই হালেপের প্রতিপক্ষ ছিলেন পোল্যান্ডের ইগা স্ফিয়নটেক। হালেপের বিপক্ষে দারুণ ছন্দে থেকে শুরু করেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন পোলিশ তারকা। ৬-৩ গেমে জিতে লিড নেন ম্যাচে।দ্বিতীয় সেটে কামব্যাক করেন হালেপ। ৬-১ গেমে সেট জিতে সমতা ফেরান ম্যাচে। তৃতীয় সেটেও সমানে-সমান লড়ছিলেন স্ফিয়নটেক। তবে, ব্রেক পয়েন্ট নিয়ে ৬-৪ গেমে সেট ও ম্যাচ জিতে নেন হালেপ।সেট হারতে হয়েছে দশম বাছাই সেরিনা উইলিয়ামসকে। বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেট ৬-৩ গেমে হারলেও দ্বিতীয় সেট ৬-২-এ জিতে ম্যাচে ফেরেন এই আমেরিকান গ্রেট।নির্ধারণী সেটে সেরিনার অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি সাবালেঙ্কা। ৬-৪ গেমে সেট জিতে শেষ আটে পৌছে যান সাতবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন।২০১৯ সালের চ্যাম্পিয়ন ওসাকাকেও হারাতে হয় সেট। অভিজ্ঞ গারবিনিয়ে মুহুরুসার বিপক্ষে প্রথম সেট হারের পরও ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছান ওসাকা।

এ বিভাগের আরো খবর