লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করায় অলিম্পিক আসরের পাঁচ মাস আগে পদত্যাগ করতে হলো টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরিকে।৮৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ করোনা ভাইরাস মহামারী চলাকালীন স্থগিত গ্রীষ্মকালীন গেমসের আয়োজকদের প্রতি আস্থা আরও হ্রাস করবে বলবে আশংকা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোর।আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো এক সংবাদ সম্মেলনে জানান, সম সংখ্যক নারী-পুরুষ ও ক্রীড়াবিদদের নিয়ে গঠিত কমিটি, নতুন প্রধান নির্বাচন করবে।‘আমাদের জরুরী ভিত্তিতে প্রধান নির্বাচন করতে হবে। এমন একজনকে দরকার যার অলিম্পিকস, প্যারালিমপিকস , লিঙ্গ সমতার ও বৈচিত্র্যের উচ্চ ধারনা আছে,’ বলেন মুতো।চলতি মাসে অলিম্পিকস কমিটির এক সভায় মোরি মন্তব্য করেন যে ‘মহিলারা অনেক বেশি কথা বলে।’এই মাসে অলিম্পিক কমিটির সভা চলাকালীন যখন মোরির বক্তব্য ছিল যে মহিলারা খুব বেশি কথা বলেন। তিনি প্রথমে পদত্যাগ করতে অস্বীকার করেন।টোকিও গেমসের সাফল্যই সবচেয়ে জরুরী উল্লেখ করে নিজের মন্তব্যের জন্য শুক্রবার ক্ষমা চান মোরি। বলেন, ‘আমার অনুপযুক্ত মন্তব্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি দুঃখিত।‘
টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ
আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো এক সংবাদ সম্মেলনে জানান, সম সংখ্যক নারী-পুরুষ ও ক্রীড়াবিদদের নিয়ে গঠিত কমিটি, নতুন প্রধান নির্বাচন করবে।
-
ট্যাগ:
- টোকিও অলিম্পিকস
এ বিভাগের আরো খবর/p>