জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন। জেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের এটিম মাঠে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।এটিম মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে ৫ কিলোমিটার দূরে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে প্রায় দুই হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন। পর্যায়ক্রমে ১০টি উপজেলায় এই ম্যারাথন আয়োজন করা হবে।ম্যারাথনে অংশগ্রহনকারী নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী মনোয়ার হোসেন প্রথমবার ম্যারাথনে অংশ নিচ্ছেন জানিয়ে বলেন, ‘এমন আয়োজন অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে।’শহরের মাস্টার পাড়ার গৃহিণী ফারাহ বৃষ্টি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নিউজবাংলাকে বলেন, ‘ম্যারাথনে সব বয়সের নারী-পুরুষের অংশ গ্রহনে খুব সুন্দর একটি আয়োজন করেছে সেনাবাহিনী। প্রতি বছর যদি এমন আয়োজন করা হয় তবে অবশ্যই অংশ গ্রহন করব।’
নওগাঁয় বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত
এটিম মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে ৫ কিলোমিটার দূরে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে প্রায় দুই হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন। পর্যায়ক্রমে ১০টি উপজেলায় এই ম্যারাথন আয়োজন করা হবে।
-
ট্যাগ:
- নওগাঁ
এ বিভাগের আরো খবর/p>