বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরাসরি সেটের জয়ে চতুর্থ রাউন্ডে ওসাকা ও সেরিনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৪৬

চতুর্থ রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্পেনের গারবিনিয়ে মুহুরুসা। চতুর্থ রাউন্ডে সেরিনার প্রতিপক্ষ বেলারুশের সপ্তম বাছাই আরিনা সাবালেঙ্কা।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন নেওমি ওসাকা ও সেরিনা উইলিয়ামস। দুই জনই সরাসরি সেটে জয়ে পৌঁছেছেন চতুর্থ রাউন্ডে।মেলবোর্ন অ্যারেনায় তৃতীয় বাছাই ওসাকার প্রতিপক্ষ ছিলেন তুরস্কের ২৭তম বাছাই ওনস জাবেউর। ২০১৯ সালের চ্যাম্পিয়ন ওসাকা শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে।প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন জাপানিজ তারকা। দ্বিতীয় সেটেও কামব্যাক করতে পারেননি জাবেউর। ৬-২ গেমে সেট ও ম্যাচ নিশ্চিত করেন ওসাকা।পুরো ম্যাচে সাতটি ব্রেক পয়েন্টের মধ্যে চারটি জিতে নেন ওসাকা। বিপরীতে জাবেউর ব্রেক পয়েন্ট পান একটি।চতুর্থ রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্পেনের গারবিনিয়ে মুহুরুসা। নিজের ম্যাচে ১৪তম বাছাই মুহুরুসা ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন কাজাখস্তানের জারিনা দিয়াসকে।ওসাকা ও মুহুরুসার সঙ্গে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সেরিনা উইলিয়ামস। রাশিয়ার আনাসতাসিয়া পোতাপোভাকে হারাতে কিছুটা বেগ পেতে হয় সাতবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ীকে।প্রথম সেটে ৫-৩ গেমে পিছিয়ে ছিলেন সেরিনা। সেখান থেকে টাইব্রেকে ৭-৬ গেমে সেট নিজের করে নেন এই আমেরিকান গ্রেট। ৭-৫ পয়েন্টে টাইব্রেক জিতে নেন তিনি।দ্বিতীয় সেটে অবশ্য আনাসতাসিয়াকে সুযোগ দেননি ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ৬-২ গেমে সেট জিতে চতুর্থ রাউন্ডে পৌছে যান সেরিনা।সেখানে তার প্রতিপক্ষ বেলারুশের সপ্তম বাছাই আরিনা সাবালেঙ্কা।

এ বিভাগের আরো খবর