বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দর্শকের কটু কথাও থামাতে পারেনি নাদালকে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১৬

৫-৪ সেটে এগিয়ে ছিলেন নাদাল। সার্ভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ম্যাচের সব লাইমলাইট নিয়ে নিলেন গ্যালারিতে থাকা এক নারী দর্শক। নাদালকে কটু কথা শোনাতে থাকলেন ক্রমাগত।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলছে। হার্ড কোর্টে টেনিস তারকা রাফায়েল নাদাল ও আমেরিকান মাইকেল এমমোহ। দ্বিতীয় সেটটা জিততে চলেছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।ঠিক তখনই এক উদ্ভট পরিস্থিতি তৈরি হলো মাঠে।

৫-৪ সেটে এগিয়ে ছিলেন নাদাল। সার্ভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ম্যাচের সব লাইমলাইট নিয়ে নিলেন গ্যালারিতে থাকা এক নারী দর্শক। নাদালকে কটু কথা শোনাতে থাকলেন ক্রমাগত।

এমনকি আঙুল দিয়ে বাজে ঈঙিতও করেন তিনি নাদালের প্রতি। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে গ্যালারিতে দুয়োধ্বনি হয়। আগত বাকী দর্শকরা প্রতিক্রিয়া দেখান সেভাবেই।

কী হচ্ছে ঠাওর করতেই গ্যালারিতে তাকান নাদাল। প্রথমে বুঝে উঠতে পারছিলেন না কীভাবে কী করবেন করবেন। বিষয়টি হাস্যকর মনে করে হাসিতে উড়িয়ে দিলেন।

পরে অবশ্য নিরাপত্তা-কর্মীরা এসে সেই নারীকে গ্যালারি থেকে সরিয়ে নেন।

ওই নারীর এমন গালি-গালাজও থামাতে পারেনি নাদালকে। সরাসরি সেটে আমেরিকান টেনিস খেলোয়াড় মাইকেল এমমোহকে হারান সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী।

প্রথম সেটে ৬-১, দ্বিতীয় সেটে ৬-৪ ও তৃতীয় সেটে ৬-২ উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে চলে যান নাদাল।

এই রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে নাদাল পাচ্ছেন ইংল্যান্ডের ক্যামেরুন নোরিকে।

এ বিভাগের আরো খবর