অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন নোভাক জকোভিচ। তবে, দ্বিতীয় রাউন্ডের বাধা পার হতে ঘাম ঝরাতে হয়েছে শীর্ষ বাছাইকে। যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে চার সেটের লড়াইয়ে ৩-১ ব্যবধানে হারান জকোভিচ।৬-৩, ৬-৭ (৭-৩), ৭-৬ (৭-২), ৬-৩ গেমে ম্যাচ জেতেন সার্বিয়ান গ্রেট। বুধবারের ম্যাচে আরও জয় পেয়েছেন সেরিনা উইলিয়ামস।রড লেভার অ্যারেনায় টিয়াফোর বিপক্ষে দারুণ শুরু করেন জকোভিচ। টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়ন প্রতিপক্ষকে কোনো ব্রেক পয়েন্ট না দিয়েই সেট জিতে নেন ৬-৩ গেমে।দ্বিতীয় সেটে কামব্যাক করেন টিয়াফো। সেট নিয়ে যান টাই ব্রেকে। ৭-৩ সার্ভে টাই ব্রেক জিতে সেট নিশ্চিত করেন ৭-৬ গেমে।পরের সেটে ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের কঠিন পরীক্ষা নেন অবাছাই টিয়াফো। আগের মতো এটিও গড়ায় টাই ব্রেকে। তবে এবারে সেট জিতে নেন জকোভিচ। ৭-২ সার্ভিস জিতে ৭-৬ গেমে সেট পকেটে পোরেন তিনি।শেষ সেটে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি বর্তমান চ্যাম্পিয়ন। ৬-৩ গেমে সেট ও ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন তিনি।নারী এককে নিজের ম্যাচ জিততে এতটা বেগ পেতে হয়নি দশম বাছাই সেরিনা উইলিয়ামসকে। টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন সেরিনা ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দেন সার্বিয়ার নিনা স্টোইয়ানোভিচকে।নারী এককে অঘটন ছিল নবম বাছাই পেত্রা কেভিতোভার বিদায়। রোমানিয়ার সোরানা কার্স্টেয়ার কাছে ৬-৪, ১-৬, ৬-১ গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েন ২০১৯ সালের ফাইনালিস্ট।
ঘাম ঝরিয়ে জয় জকোভিচের, সহজে জিতলেন সেরিনা
৬-৩, ৬-৭ (৭-৩), ৭-৬ (৭-২), ৬-৩ গেমে ম্যাচ জেতেন সার্বিয়ান গ্রেট। বুধবারের ম্যাচে আরও জয় পেয়েছেন সেরিনা উইলিয়ামস।
-
ট্যাগ:
- জকোভিচ
এ বিভাগের আরো খবর/p>