সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন রাফায়েল নাদাল ও অ্যাশলি বার্টি। প্রথম রাউন্ডের ম্যাচে সরাসরি ৩-০ সেটে সার্বিয়ার লাজলো দিয়েরেকে হারান সাবেক চ্যাম্পিয়ন। সরাসরি সেটে জয় পান বার্টিও।রড লেভার অ্যারেনায় প্রথম সেটে কোনো ব্রেক পয়েন্ট দেননি দ্বিতীয় বাছাই নাদাল। ৬-৩ গেমে জিতে এগিয়ে যান ম্যাচে। দিয়েরে প্রথম সেট থেকে লড়াই করার চেষ্টা করেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তির বিপক্ষে।দ্বিতীয় সেটেও নাদালকে টক্কর দেয়ার চেষ্টা করেন দিয়ের। তবে, স্প্যানিয়ার্ডের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি। ৬-৪ গেমে নাদাল জিতে নেন সেট।তৃতীয় সেটে কোনো সুযোগই পাননি ২৫ বছর বয়সী অবাছাই সার্বিয়ান। ৬-১ গেমে সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন নাদাল। পৌঁছে যান দ্বিতীয় রাউন্ডে।নাদালের চেয়েও অনায়াস ছিল নারী এককের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টির জয়। এক ঘণ্টার কম সময়ে মন্টেনিগ্রো ডানকা কোভিনিচকে হারান তিনি।অবাছাই কোভিনিচ দাঁড়াতেই পারেননি স্বাগতিক তারকার বিপক্ষে। মাত্র ৪৪ মিনিটে ৬-০, ৬-০ গেমে জিতে বার্টি নিশ্চিত করেন দ্বিতীয় রাউন্ড।নারী এককে অঘটন ছিল জোহানা কন্টা ও কায়া ইউভানের ম্যাচে। ইউভানের বিপক্ষে ১-০ সেটে এগিয়ে থাকার সময় আহত হয়ে অবসর নিতে হয় কন্টাকে।স্লোভেনিয়ার অবাছাই ইউভানের বিপক্ষে প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন কন্টা। দ্বিতীয় সেটে ২-০ গেমে পিছিয়ে থাকার সময় আহত হন ১৩তম বাছাই এই ব্রিটন। পরে আর ম্যাচ চালিয়ে যেতে পারেননি তিনি। ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান ইউভান।
সহজ জয়ে শুরু নাদাল ও বার্টির
প্রথম রাউন্ডের ম্যাচে সরাসরি ৩-০ সেটে সার্বিয়ার লাজলো দিয়েরেকে হারান সাবেক চ্যাম্পিয়ন। সরাসরি সেটে জয় পান বার্টিও।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়ান ওপেন
এ বিভাগের আরো খবর/p>