কে বলবে ১৪ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে ফিরেছেন! কী দাপটের সঙ্গে জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন নোভাক জকোভিচ। সরাসরি সেটে উড়িয়ে দিলেন প্রতিপক্ষকে।
অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে তার ‘প্রেমগাঁথা’ যেন আরও দৃঢ় হচ্ছে। প্রত্যাশিত জয়ই পেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ফেভারিট নোভাক জোকোভিচ।
সোমবার রাতে ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি নবম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে প্রথম রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন ফ্রান্সের টেনিস তারকা জেরেমি শার্দিকে।
৩৩ বছর বয়সী সার্বিয়ানের সামনে মোটেও বাধা হয়ে দাঁড়াতে পারেননি জেরেমি।
প্রথম সেটটাই যেন একটু সময় নিয়েছেন জকোভিচ। প্রথম সেটে ৬-৩ গেমে যেতেন। দ্বিতীয় সেটে ৬-১ গেমে শার্দিকে উড়িয়ে তৃতীয় ও শেষ সেট ৬-২ গেমে জিতে নেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।
বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি জেরেমি। মাত্র এক ঘণ্টা ৩১ মিনিটেই ম্যাচ শেষ করে কোর্ট ছেড়েছেন জকোভিচ।
দ্বিতীয় রাউন্ডে জকোভিচ মুখোমুখি হচ্ছেন আমেরিকার ফ্রান্সেস টিয়াফোয়ের।