অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দুর্দান্ত ভাবে করেছেন সেরিনা উইলিয়ামস, সিমোনা হালেপ ও নেওমি ওসাকা। করোনা মহামারির কারণে নির্দিষ্ট সময় থেকে তিন সপ্তাহ পিছিয়ে মেলবোর্নে শুরু হয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।নারী এককে প্রথম ম্যাচ ছিল টুর্নামেন্টের তৃতীয় বাছাই ওসাকার। রড লেভার অ্যারেনায় রাশিয়ান আনাতাসিয়া পাভলিউচেনকোভার বিপক্ষে নামেন তিনি। ৬৮ মিনিটেই রুশ প্রতিপক্ষকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন ওসাকা।সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার স্টেডিয়ামে সীমিত সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওসাকা বলেন, ‘ম্যাচের আগের সত্যিকার অর্থেই কিছুটা নার্ভাস ছিলাম। তারপরেও ম্যাচটি উপভোগ করতে চেয়েছি।’দ্বিতীয় রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া।
দিনের আরেক ম্যাচে জার্মানীর লরা সিগমুন্ডকে মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরিনা উইলিয়ামস। ৩৯ বছর বয়সী সেরিনার এটি ছিল টুর্নামেন্টের শততম ম্যাচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘শুরুটা দুর্দান্ত হয়েছে, এভাবেই এগিয়ে যেতে চাই।’দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ সার্বিয়ার নিনা স্টোয়ানোভিচ।নারী এককের দ্বিতীয় বাছাই সিমোনা হালেপও পেয়েছেন সহজ জয়। অস্ট্রেলিয়ান অবাছাই লিজেট ক্যাব্রেরাকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন রোমানিয়ান তারকা।