সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার লিওন স্পিংকস আর নেই। যুক্তরাষ্ট্রের নেভাডার হেন্ডারসন শহরে নিজ বাড়িতে শুক্রবার মারা যান ৬৭ বছর বয়সী এই সাবেক চ্যাম্পিয়ন। প্রায় দুবছর প্রোস্টেট ক্যান্সারে ভুগেছেন তিনি।তার ম্যানেজমেন্ট কোম্পানি শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী ব্রেন্ডা গ্লুর স্পিংক্স।‘ক্যারিয়ারের বহু চ্যালেঞ্জে উতরে যেতে যে দক্ষতা, সাহস ও সাবলীলতা তিনি দেখিয়েছেন সেগুলো নিয়েই জীবনের শেষ লড়াইটাও করেছেন,’ বিবৃতিতে জানান তার কোম্পানি।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন হিসেব চাকুরিজীবন শুরু করা স্পিংক্সের ক্যারিয়ায়ের সবচেয়ে বিখ্যাত জয় আসে ১৯৭৮ সালে। নিজের পেশাদার ক্যারিয়ারের মাত্র অষ্টম লড়াইয়ে কিংবদন্তির মোহাম্মদ আলীকে হারিয়ে চমক সৃষ্টি করেন তিনি।১৯৫৩ সালে সেন্ট লুইয়ে জন্মগ্রহণকারী স্পিংক্স ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকে স্বর্ণ জেতেন। তার ১৮ মাসের কিছু সময় পর আলিকে স্তম্ভিত করে হেভিওয়েট শিরোপা জেতেন।বক্সিং ইতিহাসের অন্যতম বড় অঘটনের ম্যাচে আলিকে ১৫ রাউন্ডের পর হারান স্পিংক্স। ওই একটি ম্যাচই তাকে বসিয়ে দেয় খ্যাতির চূড়ায়।আলি তাকে আট মাস পর হারিয়ে খেতাব পুনরুদ্ধার করেন। ১৯৮১ সালে ল্যারি হোমসের বিপক্ষে আবারও শিরোপা জেতার সুযোগ পান স্পিংক্স। কিন্তু তিন রাউন্ডের মধ্যে ম্যাচে হেরে যান।ক্যারিয়ারে ২৬টি ম্যাচ জিতেছেন তিনি। হেরেছেন ১৭টি ও ড্র করেন ৩টি ম্যাচে। গত এক দশক তিনি নানা ধরণের রোগে ভুগেছেন।২০১২ সালে তার মস্তিষ্কে সংকোচন ধরা পড়ে। এর সাত বছর পর ধরা পড়ে প্রোস্টেট ক্যান্সার।
চলে গেলেন আলিকে চমকে দেয়া স্পিংক্স
যুক্তরাষ্ট্রের নেভাডার হেন্ডারসন শহরে নিজ বাড়িতে শুক্রবার মারা যান ৬৭ বছর বয়সী এই সাবেক চ্যাম্পিয়ন। প্রায় দুবছর প্রোস্টেট ক্যান্সারে ভুগেছেন তিনি।
-
ট্যাগ:
- বক্সিং
এ বিভাগের আরো খবর/p>