বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিকেএসপির নতুন দায়িত্বে গোবিনাথান কৃষ্ণমুর্তি

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ২০:২৪

বিশেষজ্ঞ কোচ হিসেবে গোবিনাথান কৃষ্ণমুর্তিকে ‍নিয়োগ দিয়েছে বিকেএসপি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গোবিনাথান নিউজবাংলাকে বলেন, ‘বাংলাদেশ সবসময় আমার কাছে দ্বিতীয় বাড়ি। ইনশাল্লাহ এটা অনেক চ্যালেঞ্জিং ও ভালো দায়িত্ব হবে। বাংলাদেশের হকির উন্নয়নে অন্তর্ভুক্ত হতে পারাটা আমার জন্য গর্বের।’

মালয়েশিয়া ও বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক প্রধান কোচ ইমান গোবিনাথান কৃষ্ণমুর্তির সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিদেশি এই কোচকে বিশেষজ্ঞ কোচ হিসেবে ‍নিয়োগ দিয়েছে খেলোয়াড় তৈরির দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।

নিউজবাংলার কাছে বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেন গোবিনাথান কৃষ্ণমুর্তি।

বুধবার ভোররাতে ঢাকায় পৌঁছান গোবিনাথান। এসে বিমানবন্দর থেকে সোজা চলে যান বিকেএসপিতে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গোবিনাথান নিউজবাংলাকে বলেন, ‘বাংলাদেশ সবসময় আমার কাছে দ্বিতীয় বাড়ি। ইনশাল্লাহ এটা অনেক চ্যালেঞ্জিং ও ভালো দায়িত্ব হবে। বাংলাদেশের হকির উন্নয়নে অন্তর্ভুক্ত হতে পারাটা আমার জন্য গর্বের।’

সামনে ছয় দল নিয়ে ১১ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক হিসেবে খেলছে বাংলাদেশ। ১১ মার্চ দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক দল।

এই দুই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন গোবিনাথান। তবে, এই টুর্নামেন্টে বাংলাদেশকে সমর্থন করছেন তিনি।

শিতুল-জিমিদের শুভেচ্ছা জানিয়ে মালয়েশিয়ান এই কোচ বলেন, ‘আমি বাংলাদেশের সমর্থন করব। শুভেচ্ছা জিমি-আশরাফুলদের জন্য। বাংলাদেশ হোম ভেন্যুর পূর্ণ সুবিধা পাবে।’

২০১৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গোবিনাথান কৃষ্ণমুর্তি।

এ বিভাগের আরো খবর