বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ট্রেলিয়ান ওপেন অনিশ্চিত অ্যান্ডি মারের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১৮:৫৫

বছরের প্রথম গ্রান্ড স্লামে অংশ নিতে সম্প্রতি মেলবোর্নের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল অ্যান্ডি মারের। করোনা ধরা পড়ায় লন্ডনে নিজ বাসায় কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকতে হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে।

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এতে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলা অনিশ্চিত হয়ে গেল ৩৩ বছর বয়সী টেনিস খেলোয়াড়ের।

বছরের প্রথম গ্রান্ড স্লামে অংশ নিতে সম্প্রতি মেলবোর্নের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল অ্যান্ডি মারের। করোনা ধরা পড়ায় লন্ডনে নিজ বাসায় কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকতে হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে।

শরীরিকভাবে সুস্থ আছেন তিনি। করোনার কোনো উপসর্গ নেই তার শরীরে।

অ্যান্ডি মারে ক্যারিয়ারে জিতেছেন গ্রান্ড স্লাম, উইম্বলডন, ইউএস ওপেন এবং দুটি অলিম্পিক স্বর্ণ পদক। তবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পাওয়া হয়নি তার। এবার সেই আশা পূরণ করতে প্রস্তুতি নিচ্ছিলেন এই গ্রান্ড স্লামের পাঁচ বারের রানার আপ।

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ালিফায়িং রাউন্ড হবে দোহায়। ১০-১৩ জানুয়ারি চলবে এই পর্ব। এরপর ১৫-৩১ জানুয়ারির মধ্যে সব টেনিস খেলোয়াড় মেলবোর্নে পৌঁছাবেন এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন নোভাক জকোভিচ-রাফায়েল নাদালের মতো তারকারা। জকোভিচ নামবেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে। শিরোপা পুনরুদ্ধারে নামবেন নাদাল। নারী বিভাগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন সোফিয়া কেনিন।

টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের ফিরে আসার সম্ভাবনা থাকছে। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে এই সুইস তারকা। ইনজুরি কাটিয়ে উঠলে টুর্নামেন্টে ফিরবেন তিনি।

এদিকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম গ্যালারিতে বসে দেখার সুযোগ থাকছে টেনিসপ্রেমীদের। গ্যালারির ২৫ থেকে ৩০ শতাংশ আসন থাকবে দর্শকদের জন্য। দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে এ সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর