ঢাকায় ১১ থেকে ১৯ মার্চ বসছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির আসর। আঞ্চলিক এই বড় আসরের জন্য অনুশীলন শুরুর আগেই করোনার ধাক্কা খেল দেশের জাতীয় হকি দল।
কোভিড ১৯ টেস্টে পজিটিভ হয়েছেন জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া দেবাশিষ কুমার। তাকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। ১৪ দিন পরে আবারও তার পরীক্ষা করা হবে। নেগেটিভ আসলে ক্যাম্পের সঙ্গে যোগ দিতে পারবেন দেবাশিষ।
আসরকে সামনে রেখে হেড কোচ মাহবুব হারুনের অধীনে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার থেকে দল অনুশীলন শুরু করেছে।
৩২ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হয়েছে। পারিবারিক কারণে ক্যাম্পে যোগ দেননি গোলকিপার আবু সাইদ নিপ্পন। কয়েকদিন পর ক্যাম্পে যোগ দিবেন তিনি। এই দুজনকে ছাড়াই শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন।
ছয় দল নিয়ে ১১ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক হিসেবে খেলছে বাংলাদেশ। ১১ মার্চ দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক দল। পরের দিন দ্বিতীয় ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ১৩ মার্চ জাপানের বিপক্ষে, চতুর্থ ম্যাচ ১৫ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং পঞ্চম ম্যাচ ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে।
ক্যাম্পে রিপোর্ট করা ৩১ খেলোয়াড়
অসীম গোপ, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, সোহানুর রহমান, মেহেদি হাসান, রেজাউল করিম, মনোজ বাবু, শফিউল আলম, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ, খালেদ মাহমুদ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম, রকিবুল হাসান, পুস্কর ক্ষীশা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন ও দেবাশিষ কুমার।