বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেনের সঙ্গে দেখা করার আশা লেকার্সের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৫:২৬

২০১৭ থেকে ২০২০ এই চার বছর ট্রাম্প হোয়াইট হাউসে কোন এনবিএ চ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানাননি। ২০১৭ ও ১৮ এর চ্যাম্পিয়ন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স ও ২০১৯ এর চ্যাম্পিয়ন টরন্টো র‍্যাপটর্স এর সঙ্গে দেখা করেননি ট্রাম্প।

চার বছর পর প্রথম দল হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আশা করছে ন্যাশনাল বাস্কেটবল লিগ (এনবিএ) চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস লেকার্স। জো বাইডেন হোয়াইট হাউসে অভিষিক্ত হলে রাষ্ট্রীয় দাওয়াতে যেতে চায় লেব্রন জেইমসের দল।ডনাল্ড ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসে কোনো এনবিএ চ্যাম্পিয়ন দল দাওয়াত পায়নি। সবশেষ প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৬ সালে তৎকালীণ চ্যাম্পিয়ন ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স দেখা পেয়েছিল প্রেসিডেন্টের।বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির বিভিন্ন লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর ছেদ পড়ে এই অলিখিত নিয়মে।২০১৭ থেকে ২০২০ এই চার বছর ট্রাম্প হোয়াইট হাউসে কোন এনবিএ চ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানাননি। ২০১৭ ও ১৮ এর চ্যাম্পিয়ন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স ও ২০১৯ এর চ্যাম্পিয়ন টরন্টো র‍্যাপটর্স এর সঙ্গে দেখা করেননি ট্রাম্প।ট্রাম্পের বিদায়ের পর ২০১৯-২০ সালের এনবি চ্যাম্পিয়ন লেকার্স আশায় আছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা পাওয়ার, জানিয়েছে ইয়াহু স্পোর্টস। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন।গত বছর অক্টোবরে রেকর্ড ১৭তম বারের মতো এনবিএ শিরোপা জেতে তারকাখচিত লেকার্স। বেস্ট অফ সেভেন ফাইনালসে তারা ৪-২ ব্যবধানে হারায় মায়ামি হিটকে।এই জয়ে লেকার্স এনবিএ ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ী দল বস্টন সেল্টিকসের সমতায় আসে। সেল্টিকসও ১৭টি লিগ শিরোপা জিতেছে।

এ বিভাগের আরো খবর