বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা আক্রান্ত সুমো চ্যাম্পিয়ন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জানুয়ারি, ২০২১ ১৩:৩৪

গ্র্যান্ড চ্যাম্পিয়ন হাকুহো গন্ধের অনুভূতি হারানোর পর কোভিড পরীক্ষা করান। পরীক্ষায় ৩৫ বছর বয়সী কুস্তিগীরের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর হাকুহো করোনা আক্রান্ত হয়েছেন। জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য।গ্র্যান্ড চ্যাম্পিয়ন হাকুহো গন্ধের অনুভূতি হারানোর পর কোভিড পরীক্ষা করান। পরীক্ষায় ৩৫ বছর বয়সী কুস্তিগীরের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।জাপানের জাতীয় খেলাটির শীর্ষ খেতাব ‘ইয়োকোজুনা’ অর্জন করা হাকুহো, সামনের রোববার টোকিওতে থেকে শুরু হতে যাওয়া ‘নিউ ইয়ার গ্র্যান্ড সুমো’ টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছিলেন।জেএসএ জানায়, হাকুহো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার আখড়ায় থাকা অন্যান্য কুস্তিগীরদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।করোনামহামারিতেও জাপান লকডাউনের নিয়ম শিথিল রেখেছিল। সুমোর মতো জনপ্রিয় খেলাগুলোর আসর নিয়মিত বসেছে মহামারির মধ্যেও। গত বছর মে মাসে ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর ভাইরাসটির কারণে মারা গেলেও, খুব একটা ভাটা পড়েনি আয়োজনে।জাপানের রাজধানী টোকিওতে সাম্প্রতিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মঙ্গলবার বলেছেন টোকিও ও এর আশেপাশের এলাকায় জরুরী অবস্থা জারি করা হবে কী না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার নেয়া হবে। এই বছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিওতে অলিম্পিকস আসর বসার কথা রয়েছে। গত বছত হওয়ার কথা থাকলেও করোনার কারণে এক বছর পিছিয়ে দেয়া হয় বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসর।

এ বিভাগের আরো খবর