নিউ ইয়ার উপলক্ষে প্রকাশিত ব্রিটেনের ‘কুইনস অনার লিস্টে’ নাম এসেছে লুইস হ্যামিল্টনের। এর অর্থ সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন এই ফরমুলা ওয়ান ড্রাইভার পেয়েছেন নাইটহুড। তার নামের আগে এখন থেকে বসবে ‘স্যার’ উপাধি।এই বছরই কিংবদন্তি ড্রাইভার মাইকেল শুমাকারের ৯১টি গ্রঁ-প্রিঁ রেস জয়ের রেকর্ড ভাঙ্গেন হ্যামিল্টন। জিতে নেন নিজের সপ্তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ।৩৫ বছর বয়সী এই ড্রাইভার ২০০৭ সালে অস্ট্রেলিয়ান গ্রঁ-প্রিঁ দিয়ে শুরু করেন ফরমুলা ওয়ান ক্যারিয়ার। প্রথম জয় পান একই বছর ক্যানাডিয়ান সার্কিটে। অভিষেকের বছর থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত ম্যাকলারেনের ড্রাইভার ছিলেন তিনি।২০১৩ তে নাম লেখান মার্সিডিজ টিমে। তাদের হয়ে সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন এই ব্রিটন।নাইটহুড পাওয়া চতুর্থ ফরমুলা ওয়ান ড্রাইভার হলে হ্যামিলটন। এর আগে অস্ট্রেলিয়ার জ্যাক ব্র্যাবহ্যাম, স্টার্লিং মস ও জ্যাকি স্টুয়ার্ট নাইটহুড পেয়েছেন। তবে, হ্যামিল্টনই প্রথম যিনি অবসরের আগেই পেলেন এই সম্মান। তার আগে ব্রিটিনের অ্যাথলিট মোহাম্মদ ফারাহ, সাইক্লিস্ট ব্র্যাডলি উইগিংস, টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে এবং ক্রিকেটার অ্যালিস্টার কুক অবসরের আগে ‘স্যার’ উপাধি পান।বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ব্রিটেন ও কমনওয়েলথ দেশগুলোর নাগরিকদের বেছে নেয়া হয়। ইংল্যান্ডের রানি এলিজাবেথ নাইটহুডে ভূষিত করেন নির্বাচিত নাগরিকদের।
নাইটহুড পেলেন হ্যামিল্টন
নাইটহুড পাওয়া চতুর্থ ফরমুলা ওয়ান ড্রাইভার হলে হ্যামিলটন। এর আগে অস্ট্রেলিয়ার জ্যাক ব্র্যাবহ্যাম, স্টার্লিং মস ও জ্যাকি স্টুয়ার্ট নাইটহুড পেয়েছেন। তবে, হ্যামিল্টনই প্রথম যিনি অবসরের আগেই পেলেন এই সম্মান।
-
ট্যাগ:
- হ্যামিলটন
এ বিভাগের আরো খবর/p>