জাফরউল্লাহর হাতে বৃহস্পতিবার পুরস্কার তুলে দেন বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মীর শাহ আলম।
বাংলাদেশ বেতারের সেরা ক্রীড়া ধারাভাষ্যকারের পুরস্কার পেয়েছেন চৌধুরী জাফরউল্লাহ সরাফাত।
বৃহস্পতিবার তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মীর শাহ আলম।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন বেতারের দুই উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম ও রফিক উদ্দিন আকন্দ।
বাংলাদেশের জনপ্রিয় এই ধারাভাষ্যকার ক্যারিয়ার শুরু করেন ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে। এরপর যোগ দেন বাংলাদেশ বেতারে। ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় ধারাভাষ্য দিয়েছেন তিনি।
ধারাভাষ্যের পাশাপাশি তিনটি বইও লিখেছেন চৌধুরী জাফরউল্লাহ। ২০১৭ সালে নতুন ধারাভাষ্যকারের অনুসন্ধানে আয়োজিত প্রতিযোগিতা ‘কমেন্টেটর হান্ট’-এর বিচারকও ছিলেন তিনি।