বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জানুয়ারিতে দলবদল, মার্চে হকির লিগ

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ২১:১২

জানুয়ারিতে দলবদল রেখে মার্চের পর লিগ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। লিগে অংশগ্রহণ না করলে ক্লাবগুলোর বিপক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন সভাপতি।

হকির প্রিমিয়ার লিগ নিয়ে নড়েচড়ে বসছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। নতুন বছরের প্রথম মাসেই শুরু হবে লিগের দলবদল। আর মার্চের পর মাঠে গড়াবে লিগ। ঘরোয়া হকির এই সর্বোচ্চ টুর্নামেন্টে অংশ না নিলে বাইলজ অনুযায়ী ক্লাবের বিপক্ষে কঠোর অবস্থানের যাবে ফেডারেশন।

সবশেষ ২০১৮ সালে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার লিগ। এর মধ্যে নির্বাচন হয়ে নতুন কমিটি ফেডারেশনের দায়িত্বে এলেও লিগ নিয়ে তেমন তোড়জোর ছিল না।অনিশ্চয়তায় পড়ে যায় খেলোয়াড়দের ভবিষ্যৎ।

লিগের এমন অনিশ্চয়তা খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব পড়ে উল্লেখ করে জাতীয় দলের খেলোয়াড় আশরাফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘তিন বছর ধরে লিগ হয় না। যদি না হয় তাহলে যেসব খেলোয়াড় হকি নিয়ে স্বপ্ন দেখে তারা আর দেখতে চাইবে না। তাদের আর্থিক, সামাজিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।’ক্লাবগুলোকে এগিয়ে এসে লিগ শুরুর অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তিনি বলেন, ‘ফেডারেশনকে অনুরোধ করছি, ক্লাবগুলোকে অনুরোধ করছি; একবার খেলোয়াড়দের দিকে তাকিয়ে লিগ চালু করুন। সবাইকে সমন্বয় করার দায়িত্ব ফেডারেশনের। ক্লাব যদি এগিয়ে না আসে তাহলে ফেডারেশনও পারবে না।’

এ বছরের ডিসেম্বরে লিগ চালুর পরিকল্পনা করেছিল ফেডারেশন। কিন্তু কিছু ক্লাবের অনিচ্ছায় সেই ভাবনা থেকে সরে আসতে হয় দেশের হকির সর্বোচ্চ অভিভাবকদের। তবে আগামী বছরই লিগ মাঠে নামাতে চায় ফেডারেশন।

এ বিষয়ে ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘যারা অংশ নেবে তাদের নিয়েই আমরা খেলব। জানুয়ারিতে দলবদল দিয়ে মার্চে লিগ নামবে।’

লিগে অংশগ্রহণ না করলে ক্লাবগুলোর বিপক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন সভাপতি।

এ বিভাগের আরো খবর