মুজিব বর্ষ উপলক্ষে ওয়ালটন বিজয় দিবস হকির ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে গোল বন্যায় ভাসিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার বিমানকে ৫-০ গোলে হারিয়েছে নৌ বাহিনী।
ফিল্ড গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন মাহবুব হোসেন। একটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম ও মাইনুল ইসলাম।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নৌ বাহিনীর আশরাফুল। একই দলের মাহবুব হোসেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
চ্যাম্পিয়ন দল বাংলাদেশ নৌ বাহিনীকে প্রাইজমানি হিসেবে দেয়া হয় ৩০ হাজার টাকা ও রানার আপ দল বিমান পেয়েছে ২০ হাজার টাকা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।
আরও ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, সম্পাদক বদরুল ইসলাম দিপু, ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি জনাব সাজেদ এ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।