ব্রিটিশ ফরমুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিল্টন জিতে নিয়েছেন বিবিসির স্পোর্টস পারসোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। টানা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এই ড্রাইভার পেছনে ফেলেছেন লিভারপুল অধিনায়ক স্কটিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন ও ইংলিশ জকি কাইলি ডয়েলকে।
নিজের প্রজন্মের অন্যতম সেরা রেইস কার ড্রাইভার হ্যামিল্টন এই বছরই জিতেছেন নিজের সপ্তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যা তাকে বসিয়েছে কিংবদন্তি ড্রাইভার মাইকেল শুমাকারের পাশে। সর্বকালের সেরা ড্রাইভার হিসেবে খ্যাত শুমাকারও তার ক্যারিয়ারে ৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন।
হ্যামিলটন মার্সিডিজ টিমের হয়ে ২০২০ সালেরটি সহ টানা চারটি চ্যম্পিয়নশিপ জিতেছেন। পুরষ্কার জেতার পর মনোনীতদের শুভেচ্ছা জানিয়ে হ্যামিল্টন বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত অন্য মনোনীতদের জন্য এবং তারা যা অর্জন করেছেন তার জন্য। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’
পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, বক্সার টাইসন ফিউরি ও ইংলিশ স্নুকার খেলোয়াড় রনি ও’সালিভান।
এছাড়া, বিবিসির বিশেষজ্ঞ ক্রীড়া প্যানেলের চোখে বর্ষসেরা ব্রিটিশ ক্রীড়াবিদ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মারকাস র্যাশফোর্ড। সেরা কোচ হয়েছেন ইয়ুর্গেন ক্লপ আর সেরা দলের পুরষ্কার গেছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে।