মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ওয়ালটন ১ম ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় (নারী) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
শনিবার ফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে ৩১-২৩ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ম্যাচের প্রথমার্ধে ১৬-১৩ গোলে এগিয়ে ছিল পুলিশ হ্যান্ডবল ক্লাব।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হয়ে খাদিজা ৬ গোল করেন। পুলিশ দলের হয়ে খালেদা সর্বোচ্চ ০৭ টি গোল করেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশ ক্লাবের রুবিনা।
ফাইনাল শেষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন।