চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা পুলিশ কাবাডি টুর্নামেন্টে বান্দরবান জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা পুলিশ দল।
সোমবার দুপুর আড়াইটায় কুমিল্লা জিমনেসিয়ামে এই খেলা হয়।
উত্তেজনাপূর্ণ খেলায় ২০ পয়েন্ট পায় বান্দরবান। চার পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। টুর্নামেন্ট সেরা হন কুমিল্লা দলের অধিনায়ক এএসআই কামরুল হাসান এবং ম্যাচ সেরা হন কুমিল্লা পুলিশের কনস্টেবল আকবর হোসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার নরেশ চাকমা, নোয়াখালী ও কুমিল্লা জেলার সিআইডির বিশেষ পুলিশ সুপার শামছুল আলম। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফিসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।
গত ২৮ নভেম্বর কুমিল্লা জিমনেসিয়ামে চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট শুরু হয়। এতে সাতটি দল অংশ নেয়।