জয় দিয়ে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রেসিডেন্ট কাপ হকি প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার বাংলাদেশ যুব দলকে দুই দলে বিভক্ত করে সার্ভিসেস দলগুলো নিয়ে ৬ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল পাঁচটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
যুব বিশ্বকাপের জন্য যে দল আবাসিক ক্যাম্প করছে তাদের দুই দলে বিভক্ত করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘বাহফে লাল’ ও ‘বাহফে সবুজ’।প্রথম ম্যাচে বাহফে লাল দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার ৫টায় বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে লড়বে বাংলাদেশ পুলিশ।