শুরু হলো ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট- ২০২০ আসর। এই টুর্নামেন্টের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। টুর্নামেন্টে অংশ নিয়েছে ময়মনসিংহ রেঞ্জের চার জেলার চারটি দল।
শনিবার বিকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা পুলিশের চারটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে।
গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে আগামী মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।