ঊষা ক্রীড়া চক্রের প্রিমিয়ার লিগে খেলার আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। গঠনতন্ত্রে কোনো সংশোধন বা পরিবর্তন না এনে ঐতিহ্যবাহী দলটিকে ছাড়া ডিসেম্বরে লিগ আয়োজন করছে তারা ।
২০১৮ সালের সবশেষ প্রিমিয়ার লিগে অংশ না নেয়ায় রেলিগেটেড হয়ে প্রথম বিভাগে চলে যায় ঊষা। এবারের প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ প্রকাশ করে আবেদন করলে তাতে সাড়া দেয়নি হকি ফেডারেশন।
সোমবার কার্যনির্বাহী সভায় ঊষার আবেদন নাকচ করা হয়। ফেডারেশনের কঠোর অবস্থানের কথা জানিয়ে সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেছেন, ‘ঊষা গত লিগ খেলেনি। তাই তারা এবার খেলতে পারছে না। প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। যারা অবনমিত হওয়ার তারা অবনমিত হবে। যারা থেকে গেছে তারা খেলবে।’
২০১৬ সালে মোহামেডান-মেরিনারসহ পাঁচ ক্লাব লিগে অংশ না নিলেও পরে তাদের খেলার অনুমতি দেয়া হয়েছিল। আবারও পথে না হাঁটার কারণ স্পষ্ট করেছেন সভাপতি। বলেছেন , ‘আগে যে সিদ্ধান্তগুলো নেয়া হতো সেই সিদ্ধান্তে আমরা এখন আর যাব না। এমন সিদ্ধান্তে থাকব যেখানে নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না।’
হকির 'বৃহত্তর স্বার্থে গত লিগে মারামারির দায়ে মেরিনার-মোহামেডানের চার কর্মকর্তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। ঊষার ক্ষেত্রে তেমনটা সুযোগ নেই বলে সভাপতি জানান, ‘ওখানে কর্মকর্তারা মাফ পেয়েছে। কোনো ক্লাব মাফ পায়নি। ঊষাকে খেলতে দেয়ার বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে নেই। তাহলে গঠণতমন্ত্র পরিবর্তন করতে হবে। গঠণতন্ত্র পরিবর্তন করতে হলে সেটা করতে হবে এজিএমে।’
ঊষাকে ছাড়াই প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা করছে ফেডারেশন। ১২ নভেম্বর লিগ কমিটির সভা ডাকা হয়েছে।
লিগ ছাড়াও শুরু হচ্ছে অনূর্ধ্ব ২১ যুব দলের ক্যাম্প। করোনার কারণে এশিয়া কাপ স্থগিত হয়ে গেলেও খেলোয়াড়দের প্রস্তুত রাখতে ৬ দল নিয়ে প্রেসিডেন্ট কাপ আয়োজনের পরিকল্পনা করেছে বাহফে।
টুর্নামেন্ট নিয়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আগামী বছর হতে যাওয়া বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের জন্য যুব দলের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রেসিডেন্ট কাপ শুরুর আগ পর্যন্ত যুব দলের অনুশীলন অব্যাহত রাখা হবে।'
৬ দল নিয়ে এ মাসের শেষ দিকেই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে ফেডারেশন। সোমবার হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।