বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেলার মাঠে হার্ট অ্যাটাক, ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৮:৪৮

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাডমিন্টনের উডেন ফ্লোরে খেলতে নেমেছিলেন মোস্তাক আহমেদ। খেলার মাঝেই ফ্লোরে পড়ে যান তিনি।

ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য মোস্তাক আহমেদ আর নেই। মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাকে মারা যান বিডি স্পোর্টস ডটকমে কর্মরত এই সাংবাদিক। তার বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস এবং লো প্রেসারে ভুগছিলেন।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাডমিন্টনের উডেন ফ্লোরে বিএসপিএ স্পোর্টস কার্নিভালে অংশ নিয়ে খেলতে নেমেছিলেন মোস্তাক। খেলার মাঝেই ফ্লোরে পড়ে যান তিনি। সতীর্থরা সঙ্গে সঙ্গে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন জানান, ‘সকালে ব্যাডমিন্টনের ফাইনালে ওঠার পর বুকে ব্যথা করায় ওয়াকওভার দেন। এরপর ডাবলসে খেলার সময় হঠাৎ মাটিতে পড়ে যান। হয়তো সেখানেই মৃত্যু হয়েছে। এরপর হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা মৃত্যু নিশ্চিত করেন।'

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মোস্তাক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বিএসপিএ। বিএসপিএ স্থগিত করেছে তাদের এবারের স্পোর্টস কার্নিভাল।

মঙ্গলবার বাদ এশা যাত্রাবাড়ী ছনটেক জামে মসজিদে জানাযা শেষে তার মরদেহ কুমিল্লায় নিজ গ্রামে দাফন করা হবে।

আশির দশকে সাংবাদিকতা শুরু করেন মোস্তাক আহমেদ। কাজ করেছেন দৈনিক বাংলা, নয়া দিগন্ত, বার্তা টোয়েন্টিফোর ডটকম, পালাবদল ডটকম এবং বিডি স্পোর্টস ডটকমে।

এ বিভাগের আরো খবর