ফরমুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাকারের ৯১টি গ্রঁ-প্রিঁ রেস জয়ের রেকর্ড ভেঙ্গে দিলেন লুইস হ্যামিল্টন। ব্রিটিশ এই ড্রাইভার রোববার মার্সিডিজের হয়ে যেতেন পর্তুগিজ গ্রাঁ-প্রিঁ।
যা ছিল তার ক্যারিয়ারের ৯২তম রেস জয়। শুমাকার ক্যারিয়ার শেষ করেছিলেন ৯১টি গ্রাঁ-প্রিঁ জিতে।
পোল পজিশনে থেকে রেস শুরু করেন হ্যামিলটন। প্রথম ল্যাপের নিজের শীর্ষস্থান হারান তিনি। ২০তম ল্যাপে সেটা ফিরে পান এবং শেষ পর্যন্ত তা ধরে রাখেন।
পর্তুগিজ গ্রাঁ-প্রিঁতে দ্বিতীয় হয়েছেন হ্যামিল্টনের মার্সিডিজ সতীর্থ ভালটেরি বোটাস। রেডবুলের ম্যাক্স ভেরস্টাপেন হয়েছেন তৃতীয়।
৩৫ বছর বয়সী হ্যামিলটন ২০০৭ সালে অস্ট্রেলিয়ান গ্রঁ-প্রিঁ দিয়ে শুরু করেন ফরমুলা ওয়ান ক্যারিয়ার। প্রথম জয় পান একই বছর ক্যানাডিয়ান সার্কিটে। অভিষেকের বছর থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত ম্যাকলারেনের ড্রাইভার ছিলেন হ্যামিলটন।
২০১৩ তে নাম লেখান মার্সিডিজ টিমে। তাদের হয়ে ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। মার্সিডিজের হয়েই ফরমুলা ওয়ানের সর্বকালের সেরা শুমাকারের রেকর্ড টপকে গেলেন তিনি।