জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দুই সার্ভিসেস দলের ফাইনালে বিমান বাহিনীকে ৯০-৪৪ পয়েন্টের বড় ব্যবধানে হারায় নৌবাহিনী।
পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে রাখে নৌবাহিনী। প্রথমার্ধে ৪৬-১৭ পয়েন্টে এগিয়েছিল তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ পয়েন্ট স্কোর করেন সজীব। মিঠুন করেন ১৩ পয়েন্ট। বিমান বাহিনীর পক্ষে তানভির ও শিশির দুই জনই ১৩ পয়েন্ট করে স্কোর করেন।
বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ধানমন্ডি জিমনেশিয়ামে অনুষ্ঠিত পাঁচ দিনের এই টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।