নৌবাহিনী ৬৪-১২ পয়েন্টে হারায় দি গ্রেগসকে। বিমানবাহিনী ৫৭-৫২ পয়েন্টে হারায় জোসেফাইটসকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২০' এর ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবার ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে নৌবাহিনী ৬৪-১২ পয়েন্টে হারায় দি গ্রেগসকে। দলের হয়ে সজীব সর্বোচ্চ ২৭ পয়েন্ট স্কোর করেন। বাপ্পী করেন ২৫।
অন্য সেমিফাইনালে বিমানবাহিনী ৫৭-৫২ পয়েন্টে হারায় জোসেফাইটসকে। জয়ী দলের সজীব সর্বোচ্চ ২১ ও মেহেদী ১৬ পয়েন্ট স্কোর করেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।