ফ্রেঞ্চ ওপেন জেতার পরও র্যাংকিংয়ের শীর্ষে পৌছাতে পারেননি রাফায়েল নাদাল। সবশেষ প্রকাশিত এটিপি র্যাংকিংয়ে শীর্ষে আছেন নোভাক জকোভিচ। তার চেয়ে ১৮৯০ রেটিং পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছেন নাদাল।
তিন ও চারে আছেন যথাক্রমে অস্ট্রিয়ান ডোমিনিক থিম ও সুইস কিংবদন্তি রজার ফেডেরার। শীর্ষ ২০-এ সবচেয়ে উন্নতি করেছেন আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজম্যান। ফ্রেঞ্চ ওপেনের সেমিতে খেলা শোয়ার্টজম্যান ছয় ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে অবস্থান করছে।
এটিপির শীর্ষ ১০
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ২. রাফায়েল নাদাল (স্পেন) ৩. ডোমিনিক থিম (অস্ট্রিয়া)৪. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৫. স্টেফানোস সিসিপাস (গ্রীস)৬. ডানিল মেডভেদেভ (রাশিয়া) ৭. আলেক্সান্দার এসভেরেফ (জার্মানী)৮. দিয়েগো শোয়ার্টজম্যান (আর্জেন্টিনা)৯. মাত্তেও বেরেত্তিনি (ইতালি)১০. আন্দ্রেই রুবলেভ (রাশিয়া)
নারীদের ডাব্লিউটিএ র্যাংকিংয়ে ৩৭ ধাপ উপরে উঠে ১৭তম স্থানে আছেন ফ্রেঞ্চ ওপেন জয়ী পোলিশ তারকা ইগা স্ফিয়নটেক।
শীর্ষ তিন স্থান অবশ্য অপরিবর্তিত রয়েছে। করোনার কারণে রোলাঁ-গারোঁ থেকে নাম প্রত্যাহার করে নেবার পরও শীর্ষ স্থানটি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলি বার্টি।
ফ্রেঞ্চ ওপেন ট্রফি হাতে স্ফিয়নটেক। ছবি: ইউএনবি/এপি
ডব্লিউটিএ শীর্ষ ১০
১. অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া) ২. সিমোনা হালেপ (রোমানিয়া) ৩. নেওমি ওসাকা (জাপান) ৪. সোফিয়া কেনিন (যুক্তরাষ্ট্র) ৫. এলিনা এসভিতোলিনা (ইউক্রেইন) ৬. ক্যারোলিনা প্লিসকোভা (চেক রিপাবলিক) ৭. বিয়ানকা আন্দ্রেসকু (কানাডা)৮. পেত্রা কেভিতোভা (চেক রিপাবলিক) ৯. কিকি বার্টেন্স (নেদারল্যান্ডস) ১০. সেরিনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)