বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোলাঁ-গারোঁয় নাদালের ১৩

  •    
  • ১১ অক্টোবর, ২০২০ ২৩:০২

একপেশে ফাইনালে নোভাক জকোভিচকে বিধ্বস্ত করে নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন রাফায়েল নাদাল। 'ক্লে কোর্ট কিং' ফাইনাল জিতেছেন সরাসরি সেটে। ৬-০, ৬-২, ৭-৫ গেমে চ্যাম্পিয়নশিপ জিততে সময় নিয়েছেন দুই ঘন্টা ৪১ মিনিট। পুরো টুর্নামেন্টে কোনো সেট হারেননি তিনি।

বছরের সেরা ফাইনাল হওয়ার কথা ছিল রোলাঁ-গারোঁয়। টেনিস ফ্যানরা আশায় ছিলেন জমজমাট এক লড়াইয়ের। সেসবের কিছুই হলো না। একপেশে ফাইনালে নোভাক জকোভিচকে বিধ্বস্ত করে নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন রাফায়েল নাদাল।

'ক্লে কোর্ট কিং' ফাইনাল জিতেছেন সরাসরি সেটে। ৬-০, ৬-২, ৭-৫ গেমে চ্যাম্পিয়নশিপ জিততে সময় নিয়েছেন দুই ঘন্টা ৪১ মিনিট। পুরো টুর্নামেন্টে কোনো সেট হারেননি তিনি।

ফাইনালে রাজার মতই শুরু করেন নাদাল। প্রথম সেট থেকেই তার প্রাধান্য ছিল জকোভিচের বিপক্ষে। শুক্রবার রাতে সেমিতে পাঁচ সেট খেলে ফাইনালে আসা জকোভিচের বিপক্ষে পুরো কোর্ট জুড়ে খেলেন তিনি।

দ্বিতীয় সেটেও কোনো সুযোগ পাননি শীর্ষ বাছাই সার্বিয়ান। ফাইনালের আগে নাদালকে ফ্রেঞ্চ ওপেনের রাজা মেনে নিয়েছিলেন তিনি। সেই রাজার কাছেই একরকম আত্মসমর্পন ছিল জকোভিচের।

শেষ সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়। তৃতীয় গেমে ব্রেক নিয়ে, টাইব্রেক পর্যন্ত নাদালকে আটকে রাখেন জকোভিচ। তবে শেষ পর্যন্ত লাভ হয়নি। ৭-৫ গেমে সেট জিতে টানা চার নম্বর ফ্রেঞ্চ ওপেন জিতে নেন নাদাল।

ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যামে এটি ১০২তম ম্যাচ ছিল নাদালের। এর মধ্যে মাত্র দুটিতে হেরেছেন এই স্প্যানিয়ার্ড। ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপার সঙ্গে টুর্নামেন্টে ১০০ ম্যাচ জেতার রেকর্ডও গড়েছেন তিনি।

সব মিলিয়ে ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। যা তাকে বসিয়েছে আরেক অলটাইম গ্রেট রজার ফেডেরারের পাশে।

এ বিভাগের আরো খবর