বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রেঞ্চ ওপেন শিরোপা স্ফিয়নটেকের

  •    
  • ১০ অক্টোবর, ২০২০ ২৩:৪০

১৯ বছরের স্ফিয়নটেক খেললেন ঝানু ও অভিজ্ঞদের মত। ফাইনালে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি এই পোলিশ তারকা। এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়ে কেনিনকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

ফাইনালের আগে ফেভারিট ছিলেন সোফিয়া কেনিন। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা বছরের শুরুতে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। ফ্রেঞ্চ ওপেন খেলছেন চতুর্থ বাছাই হিসেবে। ফাইনালে তার প্রতিপক্ষ ইগা স্ফিয়নটেক ছিলেন অবাছাই আর প্রথমবার খেলছেন কোন টুর্নামেন্টের ফাইনাল।

ফাইনালে দেখা গেল উলটো চিত্র ১৯ বছরের স্ফিয়নটেক খেললেন ঝানু ও অভিজ্ঞদের মত। ফাইনালে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি এই পোলিশ তারকা। এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়ে কেনিনকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

প্রথম পোলিশ টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন, এর আগে কোন পর্যায়ের টুর্নামেন্টে চতুর্থ রাউন্ড পার হতে না পারা স্ফিয়নটেক।

শিরোপা জিতে নিজেকেই চমকে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেন, 'পুরোটাই অবিশ্বাস্য। দুই বছর আগে আমি জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, আর আজ আমি এখানে। মনে হচ্ছে এইতো সেদিন। আমি আসলে উচ্ছ্বসিত।'

এ বিভাগের আরো খবর