জানুয়ারির বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্যাম্প। করোনা পরীক্ষা দিয়ে ক্যাম্পে যোগ দিতে হবে আশরাফুল-আরশাদদের।
বুধবার বিকেলে দল ঘোষণা করেছে ফেডারেশন। প্রাথমিক দলে ডাক পাওয়া হকি খেলোয়াড়দের শনিবার (১০ অক্টোবর) বিকেল চারটায় দলের কোচ আ ন ম মামুন উর রশিদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ নিউজবাংলাকে বলেছেন, ‘করোনার কারণে সবাইকে প্রথমে পরীক্ষা করানো হবে। তাই ক্যাম্প শুরুর পাঁচ দিন আগে সবাইকে রিপোর্ট করতে হবে। যে পাঁচ দিন পরীক্ষা হবে ওই সময় হকি স্টেডিয়ামের হোস্টেলে থাকবেন খেলোয়াড়রা। করোনা পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে ক্যাম্প শুরু হবে।’
২০২১ এর ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ নয় দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তানের সঙ্গে চাইনিজ তাইপে খেলবে ঢাকায়।
টুর্নামেন্টে ওমানের খেলার কথা থাকলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। মধ্যপ্রাচ্যের এই দলটির পরিবর্তে বাহফে জানিয়েছে তারা কাজাখস্তানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এশিয়ান যুব টুর্নামেন্ট আগামী বছরের যুব বিশ্বকাপেরও বাছাই পর্ব। সেমিফাইনাল খেলা দলগুলো পাবে যুব বিশ্বকাপে খেলার টিকিট।
যুব দলের প্রাথমিক তালিকা
বাংলাদেশ নৌবাহিনীর আশরাফুল ইসলাম, ফজলে রাব্বী, মাহাবুব হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইয়াসিন আরাফাত হিমেল, মেহেদী হাসান, বাংলাদেশ বিমানবাহিনীর রাজু আহমেদ তপু, নাজমুল হাসান মৃদুল, আশরাফুল আলম, বিপ্লব কুজুর, সোহানুর রহমান সবুজ, রাকিবুল হাসান রাকিব, আরশাদ হোসেন, বিকেএসপির নুরুজ্জামান নয়ন, মেহরাব হাসান সামিন, জাহিদ হোসেন, ওবায়দুল হক জয়, দেবাশীষ কুমার রায়, আল আমিন মিয়া, সাকিব মাহমুদ অভি, শোয়েব মল্লিক তনয়, মেহেদী হাসান লিমন, সাবাদুর রহমান মিঠু, রফিকুল হাসান রকি, আমিনুল ইসলাম।