চতুর্থ ম্যাচে মায়ামি হিটকে ১০২-৯৬ পয়েন্টে হারিয়েছে তারা। সর্বোচ্চ ২৮ পয়েন্ট স্কোর করেন লেকার্সের ফরোয়ার্ড লেব্রন জেমস। ১২টি রিবাউন্ড আর আটটি অ্যাসিস্টও আছে ম্যাচ শেষে তার নামের পাশে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) লিগের ফাইনালের চার নম্বর ম্যাচ জিতে সিরিজে নিজেদের লিড মজবুত করেছে লস অ্যাঞ্জেলেস লেকার্স। চতুর্থ ম্যাচে মায়ামি হিটকে ১০২-৯৬ পয়েন্টে হারিয়েছে তারা।
ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট স্কোর করেন লেকার্সের ফরোয়ার্ড লেব্রন জেমস। ১২টি রিবাউন্ড আর আটটি অ্যাসিস্টও আছে ম্যাচ শেষে তার নামের পাশে। জেমসের সতীর্থ অ্যান্থনি ডেভিসের সংগ্রহে ২২ পয়েন্ট নয়টি রিবাউন্ড আর চারটি অ্যাসিস্ট।
মায়ামির হয়ে ২২ পয়েন্ট আগের ম্যাচের সেরা খেলোয়াড় জিমি বাটলারের। এক পয়েন্ট কম স্কোর করেছেন টাইলার হিরো।
পুরো ম্যাচেই সমানে সমান লড়াই করেছে দুই দল। প্রথম কোয়ার্টারে পাঁচ পয়েন্টের লিড ছিল লেকার্সের।
হাফ টাইমের আগে ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে হিট। কিন্তু লিড নিতে পারেনি তারা। ৪৭-৪৫ পয়েন্টে লেকার্স এগিয়ে ছিল বিরতিতে।
তৃতীয় কোয়ার্টারে আবারও তিন পয়েন্ট বেশি স্কোর করে জেমসের দল। যেখান থেকে আর ফিরতে পারেনি হিট।
এই জয়ে সর্বোচ্চ সাত ম্যাচের সিরিজে ৩-১ এ এগিয়ে গেল এলএ লেকার্স। শনিবার সিরিজের পঞ্চম ম্যাচ। ওই ম্যাচ জিতলেই নিজেদের ১৭তম এনবিএ শিরোপা নিশ্চিত হবে লেকার্সের।