প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে নয় রাউন্ড খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তিনি।
সাত পয়েন্ট পেয়েছেন আরও দুই গ্র্যান্ডমাস্টার, ভারতের এসএল নারায়াণন এবং ইরানের আমিন তাবতাবেই। তবে দ্বিতীয় ও তৃতীয় টাইব্রেকার রুলে তাদের চেয়ে এগিয়ে যান সুসান্ত।
দ্বিতীয় হয়েছেন নারায়াণন এবং তৃতীয় হয়েছেন তাবতাবেই। শীর্ষে দশে আছেন আরও তিনজন ভারতীয় গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ণ ঘোষ, ডি গোকেশ, আরআর লাক্সমান এবং সূর্য শেখর গাঙ্গুলি।
স্বাগতিক বাংলাদেশের কেউ নেই শীর্ষ দশে। সেরা স্কোর করেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। তিন রাউন্ড থেকে তার অর্জন ৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে ১৪তম হন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ এবং ৫.৫ পয়েন্ট নিয়ে আবু সুফিয়ান শাকিল আছেন তার পরের স্থানে।
তিনদিনের সুইস লিগ পদ্ধতির এই দাবা টুর্নামেন্টে অংশ নেন ৪৯ স্বাগতিক সহ ৭৪ দাবাড়ু। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৬ হাজার ডলার। চ্যাম্পিয়ন সুসান্ত পাচ্ছেন ১২শ ডলার। দ্বিতীয় স্থানে থাকা নারায়াণন পাচ্ছেন আটশ আর তাবতাবেই জিতেছেন পাঁচশ ডলার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভেনিউয়ের কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। অনলাইনে যুক্ত হবেন এশিয়ান চেস ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খলিফা আল নাহিয়ান।