বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনা দাবায় দ্বিতীয় দিন শেষে শীর্ষে ইন্দোনেশিয়ার সুসান্ত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২০ ২০:১২

ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার এনগুয়েন ট্রুয়োং সন পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন। একই অবস্থানে তার সঙ্গী ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ। সাড়ে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন সাতজন দাবাড়ু। চার পয়েন্টঁ নিয়ে ১১ জন আছেন চার নম্বরে।

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের দ্বিতীয় দিন শেষে, পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্তো সুসান্ত। 

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের ছয় রাউন্ড শেষে, তার সংগ্রহ সাড়ে পাঁচ পয়েন্ট। প্রথম দিনও তিনি পাঁচজনের সঙ্গে শীর্ষে ছিলেন।

ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার এনগুয়েন ট্রুয়োং সন পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন। একই অবস্থানে তার সঙ্গী ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ। 

সাড়ে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন সাতজন দাবাড়ু। চার পয়েন্টঁ নিয়ে ১১ জন আছেন চার নম্বরে।

স্বাগতিক খেলোয়াড়দের মধ্যে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন ফিদে মাস্টার আমিনুল ইসলাম, ইন্টারন্যাশনাল মাস্টার আবি সুফিয়ান শাকিল, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার তাইবুর রহমান এবং জাবেদ আল আজাদ।

নয় রাউন্ডের সুইস লিগ পদ্ধতির টুর্নামেন্টের শেষ তিন রাউন্ড হবে শনিবার। তিনদিনের ইভেন্টে অংশ নিচ্ছেন ৭৪ জন দাবাড়ু। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছয় হাজার ডলার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভেনিউয়ের কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের সভাপতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। 

২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত। অনলাইনে যুক্ত হবেন এশিয়ান চেস ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খলিফা আল নাহিয়ান। 

এ বিভাগের আরো খবর