প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের প্রথম দিন শেষে তিন পয়েন্ট নিয়ে শীর্ষ আছেন ছয় দাবাড়ু।
প্রথম দিন তিন রাউন্ডের খেলা হয়েছে। তিন রাউন্ড শেষে তিন পয়েন্ট করে পেয়েছেন ছয় দাবাড়ু। এদের মধ্যে আছেন স্বাগতিক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার আমিনুল ইসলাম। শীর্ষ দশে আরও আছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদকে হারিয়ে শুরু করেন রাজীব। পরের দুই রাউন্ডে রাজীবের প্রতিপক্ষ ছিলেন বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ এবং ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবতেবাই।
অন্যদিকে, আমিনুল হারান তিন ফিদে মাস্টার মালদ্বীপের মুহামেদ শুয়াউ, বাংলাদেশের নোশিন আঞ্জুম ও মোহাম্মদ জাভেদকে।
রাজীব ও এনামুল ছাড়াও টুর্নামেন্টে টানা তিন রাউন্ডে জিতেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গাঙ্গুলি ও দিপ্তায়ন ঘোষ, ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্তো সুশান্ত এবং ইন্টারন্যাশনাল মাস্টার প্রিয়াসমোরো নভেন্দ্রা
বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পেয়েছেন আড়াই পয়েন্ট। দুই পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার আছেন ১৪ নম্বরে।
১৫ দেশের ৭৪ জন দাবাড়ু নিয়ে বৃহস্পতিবার শুরু হয় এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। এর পৃষ্ঠপোষকতা করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং সহযোগিতায় রয়েছে গোল্ডেন স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভেনিউয়ের কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের সভাপতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
পুরো আয়োজন হচ্ছে অনলাইনে। প্রতিযোগিতা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সুইস লিগ সিস্টেমে নয় রাউন্ডের এই টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ছয় হাজার ডলার।
২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত। অনলাইনে যুক্ত হবেন এশিয়ান চেস ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খলিফা আল নাহিয়ান।