বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতালিয়ান ওপেনের পঞ্চম শিরোপা জিতলেন জকোভিচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৩

৩৩ বছর বয়সী জকোভিচ চলতি বছর পাঁচটি ইভেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, দুবাই, সিনসিনাতি ও রোম ওপেন।

আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজমানকে হারিয়ে ক্যারিয়ারের পঞ্চম ইতালিয়ান ওপেন ও রেকর্ড ৩৬তম মাস্টার্স শিরোপা জয় করেছেন নোভাক জকোভিচ।

সোমবারের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ ৭-৬, ৬-৩ গেমে দুই ঘন্টারও কম সময়ের লড়াইয়ে শোয়ার্টজমানকে পরাজিত করেন। এতে করে জকোভিচ মাস্টার্স শিরোপা জয়ের সংখ্যায় রাফায়েল নাদালকে ছাড়িয়ে গেলেন। নয় বারের চ্যাম্পিয়ন নাদাল কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই শোয়ার্টজমানের কাছে হেরে বিদায় নিয়েছিলেন।

৩৩ বছর বয়সী জকোভিচ চলতি বছর পাঁচটি ইভেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, দুবাই, সিনসিনাতি ও রোম ওপেন।

বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় শোয়ার্টজমান, প্রথম দুটি সার্ভিস গেমে ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু এরপর জকোভিচ আর কোন সুযোগ দেননি। শোয়ার্জম্যানের বিপক্ষে এটি জকোভিচের ক্যারিয়ারের পঞ্চম জয়।

নারী এককের শিরোপা হালেপের

ক্যারোলিনা প্লিসকোভাকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মত ইতালিয়ান ওপেনের শিরোপা জয় করেছেন সিমোনা হালেপ। সোমবারের ফাইনালে অবশ্য পুরো ম্যাচ খেলতে পারেননি প্লিসকোভা। ৬-০, ২-১ গেমে পিছিয়ে থাকার সময় ইনজুরির কারণে ফাইনাল থেকে সরে দাঁড়ান তিনি। 

ম্যাচের শুরু থেকে প্লিসকোভা তার সার্ভিস নিয়ে সমস্যায় পড়েছিলেন। ডাবল ব্রেকের পর হালেপের কাছে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েন। পরের সার্ভিসে হালেপ তিনটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে মাত্র ২০ মিনিটে প্রথম সেট নিজের করে নেন। দ্বিতীয় সেট শুরুর আগে প্লিসকোভা তার চোটের চিকিৎসা নেন।

শেষ পর্যন্ত একটি গেম জিতে দ্বিতীয় সেটে ১-১ এ সমতা ফেরান। কিন্তু তৃতীয় গেমে আর খেলার অবস্থায় ছিলেন না ২৮ বছর বয়সী এই চেক তারকা। ৩২ মিনিটেই ফাইনাল ম্যাচ শেষ করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান হালেপ।

এ বিভাগের আরো খবর