বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লুকাকুর স্বপ্নের দিনে আর্সেনালকে হারাল চেলসি

  •    
  • ২৩ আগস্ট, ২০২১ ০০:০১

লুকাকুর প্রথম গোলের দিনে ‘লন্ডন ডার্বি’ পকেটে পুরল চেলসি। আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে টমাস টুখেলের বাহিনী।

এমন শুরু কি ভেবেছিলেন রোমলু লুকাকু! ক্লাব রেকর্ডে চেলসিতে যোগ দিয়ে প্রথম ম্যাচে গোল পেয়ে গেলেন এই বেলজিয়ান স্ট্রাইকার। তার প্রথম গোলের দিনে ‘লন্ডন ডার্বি’ পকেটে পুরল চেলসি।

আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল টমাস টুখেলের বাহিনী।

পুরো ম্যাচে প্রথম ১৫ মিনিটেই যা করার করে দেখিয়েছে পিয়েরে-এমেরিক অবেমায়েংকে ছাড়া খেলতে নামা আর্সেনাল।

বাকি সময়ে পুরো আধিপত্য ছিল চেলসির। গানারদের আর খুঁজে পাওয়া যায়নি। বল দখলে নিয়ে আক্রমণের পসরা সাজিয়ে আর্সেনালকে বগলদাবা করে রাখতে সমর্থ হয়েছে চেলসি।

শুরুতেই স্বাগতিকদের চমকে দিয়ে এগিয়ে যায় সফরকারী চেলসি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় রিস জেমসের পাস থেকে লক্ষ্যভেদ করেন লুকাকু। প্রায় সাত বছর পর চেলসির জার্সিতে প্রথম ম্যাচে স্বপ্নের গোল পেয়ে গেলেন এই বেলজিয়ান।

এক গোলের অস্বস্তি নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে যায় আর্সেনাল। প্রথম গোলের ঠিক ২০ মিনিট পরে আবারও ধামাকা। এবার রিস জেমস নিজেই এগিয়ে এলেন গোলদাতার ভূমিকায়।

মেসন মাউন্টের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ মিডফিল্ডার।

প্রথমার্ধের এই দুই গোল হজম করার পর আর ফেরা হয়নি আর্সেনালের। দুই গোলে জয় নিশ্চিত করে লন্ডন ডার্বি নিজেদের করে নেয় চেলসি।

এ জয়ে ঝুলিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল চেলসি। আর টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ১৯তম অবস্থানে নেমে গেল আর্সেনাল।

এ বিভাগের আরো খবর