বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবাহনীর ঝাল বারিধারার ওপর ঝাড়ল শেখ রাসেল

  •    
  • ২৩ আগস্ট, ২০২১ ২১:০২

বারিধারাকে ৫-১ ব্যবধানে গোলবন্যায় ভাসিয়েছে শেখ রাসেল। এর আগের ম্যাচে একই ব্যবধানে আবাহনীর কাছে হেরেছিল শেখ রাসেল।

পরপর দুই ম্যাচে সাইফ ও ঢাকা আবাহনীর কাছে বড় ব্যবধানে হারার পর যেন খায়েশ মেটাল শেখ রাসেল। প্রিমিয়ার লিগের ম্যাচে উত্তর বারিধারাকে উড়িয়ে জয়ে ফিরেছে সাইফুল বারী টিটুর বাহিনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বারিধারাকে ৫-১ ব্যবধানে গোলবন্যায় ভাসিয়েছে শেখ রাসেল। টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল অল ব্লুজ।

এর আগের ম্যাচে একই ব্যবধানে আবাহনীর কাছে হেরেছিল শেখ রাসেল।

পরের ম্যাচে রাসেল সেই ঝালটা ঝাড়ল বারিধারার উপরে।

প্রথমার্ধে চার গোলের সুবাদে জয় নিশ্চিত করে ফেলে রাসেল। পরের হাফে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় টিটুর বাহিনী।

জোড়া গোল করেন শেখ রাসেলের নাইজেরিয়ান ফুটবলার ওবি মোনেকে ও কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুশবেকভ। একটি গোল আসে রুমন হোসেইনের কাছ থেকে। বারিধারার একমাত্র গোলটি আসে সুমন রেজার পা থেকে।

এ জয়ে লিগে নিজেদের ১০ম জয় তুলে নিল শেখ রাসেল। টেবিলের সেরা চারে আসার সুযোগ নেই তাদের। আপাতত ২২ ম্যাচে ঝুলিতে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে রাসেল। আর ১৯ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে বারিধারা।

এ বিভাগের আরো খবর