বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর গোল বাতিলে ড্র ইউভেন্তাসের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ আগস্ট, ২০২১ ১২:১৪

উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউভেন্তাস। ইনজুরি টাইমে অফসাইডের কারণে বাতিল হয় রোনালডোর গোল।

মৌসুম শুরুর আগে বহু জল্পনা-কল্পনা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়ে। ইতালিয়ান ক্লাব ইউভেন্তাস ছেড়ে দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা- এমন গুজবে ছেয়ে যায় ইতালিয়ান পত্রপত্রিকা।

বিরক্ত রোনালডো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গুঞ্জন বন্ধ করেন। জানান, আরও অন্তত এক মৌসুম ইউভেন্তাসে খেলবেন। নতুন মৌসুমে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।কোলাহল মিইয়ে যাবার পর, ইউভের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালডো। শেষ মুহূর্তে গোলও করেন। তবে বেরসিক ভিডিও অ্যাসিস্ট্যান্টের কারণে বাতিল হয়ে যায় সেটি। আর ইউভেন্তাসকে মৌসুম শুরু করতে হয় ড্র দিয়ে।

সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউভেন্তাস।

উদিনেসের মাঠে রোনালডো অবশ্য ম্যাচ শুরু করেন বেঞ্চে থেকে। তাতে সাবেক চ্যাম্পিয়নদের খুব একটা অসুবিধা হয়নি।

প্রথমার্ধে পাওলো দিবালা ও হুয়ান কুয়াদ্রাদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউভে।

বিরতির পর কামব্যাক করে স্বাগতিক দল। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। আর ৮৩ মিনিটে স্কোরলাইন ২-২ করে দেন জেরার্দ দেলোফেউ।

দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতার বদলি হিসেবে নামেন। শেষ পর্যন্ত উদিনেসের বক্সে আতঙ্ক ছড়ান পাঁচবারের ব্যালন ডর জয়ী তারকা।

আর ম্যাচের ইনজুরি টাইমে ৯৪ মিনিটে হয় তার গোল নিয়ে নাটকীয়তা। কিয়েসার ফ্রি-কিক থেকে বক্সে থাকা রোনালডো ট্রেডমার্ক হেড করে বল জালে জড়ান। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট অফসাইডের কারণে বাতিল করে দেন গোল।

ফলে ড্র নিয়েই তুরিনে ফিরতে হয় ইউভেন্তাসকে।

ম্যাচ শেষে ড্রয়ের চেয়ে রোনালডোর বেঞ্চে থাকা নিয়েই ইউভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে প্রশ্ন শুনতে হয় বেশি।

সাংবাদিকদের ইউভেন্তাস কোচ বলেন, ‘ক্রিস্টিয়ানোর কোনো সমস্যা ছিল না তাতে। মৌসুম মাত্র শুরু হলো। সবার কী অবস্থা ও খেলার কী অবস্থা, সব কিছু বিবেচনা করে তাকে বেঞ্চে রেখেছি। জানতাম যে ম্যাচে ওকে দরকার হবে।

‘মাঠের নামার পর ক্রিস্টিয়ানো ভালো খেলেছে। গোলও করল। কিন্তু দুর্ভাগ্য যে সেটা বাতিল হয়ে গেল।’

রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে রোমা। নতুন ম্যানেজার জোসে মরিনিয়োর অধীনে নিজ মাঠে ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারায় রোমের ক্লাবটি। রোমের আরেক দল লাৎসিও একই ব্যবধানে হারিয়েছে এমপোলিকে।

আর আতলান্তা ২-১ গোলে জিতেছে তোরিনোর বিপক্ষে।

এ বিভাগের আরো খবর