বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাফুফের কাছে ফুটবলার-দর্শক সংঘর্ষের প্রতিবেদন

  •    
  • ২৩ আগস্ট, ২০২১ ২০:৫০

ফুটবলারদের এমন আচরণে বিব্রত ক্লাবের কর্তারা। তাই কমিটির সিদ্ধান্ত মাথা পেতে নেবে বলে জানান দুই ক্লাবের দুই শীর্ষ কর্তা।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পৌঁছেছে দুইদিন আগে মাঠে ও মাঠের বাইরে শেখ জামাল-ব্রাদার্স ইউনিয়নের ফুটবলারদের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবেদন।

এই ঘটনার প্রেক্ষিতে কমিটি যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেবার দাবি ক্লাব কর্মকর্তাদের।

২১ আগস্ট প্রিমিয়ার লিগের ম্যাচে ঘটনার সূত্রপাত। মাঠের ধাক্কাধাক্কির পর গ্যালারিতে দর্শকদের সঙ্গে মারামারি করতে দেখা গেছে ‍ফুটবলারদের। মাঠের ভেতরের মারপিট শুরু হয় গ্যালারিতেও। ফুটবলারদের দর্শক পেটানোর ঘটনা ক্রীড়াঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দেয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত করেন বাফুফের ম্যাচ রেফারি।

মাঠে মারামারির সময়ে সেদিন দেখা যায়নি কোনো নিরাপত্তাকর্মীকে। ভবিষ্যতে এমনটি না হওয়ার আশ্বাস দিয়েছে বাফুফে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা নিশ্চিত করব যাতে মাঠে নিরাপত্তাকর্মী থাকে।’

ঘটনার পরদিন বাফুফে ভবনে হাজির হন শেখ জামালের গভার্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের ও ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমের খান। একসঙ্গে তাদের ফেডারেশনে আসার ব্যাপারটিকে কাকতাল বলেছেন দুই জন।

ফুটবলারদের এমন আচরণে বিব্রত ক্লাবের কর্তারা। তাই কমিটির সিদ্ধান্ত মাথা পেতে নেবে বলে জানান দুই ক্লাবের দুই শীর্ষ কর্তা।

আমের খান বলেন, ‘এটা শৃঙ্খলা কমিটির ব্যাপার। ওনারা অবস্থান বুঝে যে সিদ্ধান্ত নিবেন আমরা সেটার জন্য প্রস্তুত আছি।’

মনজুর কাদের বলেন, ‘খেলোয়াড়রা দোষ করলে সেই ব্যবস্থা নেয়ার অধিকার আছে কমিটির। ফুটবল তার নিজস্ব গতিতে চলবে।’

মাঠ ও মাঠের বাইরের এই ঘটনার পর রেফারির করা প্রতিবেদন ডিসিপ্লিনারি কমিটিতে পাঠিয়েছে ‍বাফুফে। সেটিকে বিশ্লেষণ করে রায় দেয়া হবে।

এ বিভাগের আরো খবর