এএফসি কাপের ডি-গ্রুপের হিসেবটা সহজ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে টেবিলের শীর্ষে থাকা এটিকে মোহনবাগানকে হারাতে হবে বসুন্ধরা কিংসের।
আরও সহজ ভাষায়- মঙ্গলবার ম্যাচে জয় চাই তপু-রবসন-তারিকদের।
দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহনবাগান। আর একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। ম্যাচটা ড্র হলে ইন্টার জোনাল সেমি ফাইনালে চলে যাবে মোহনবাগান। আর জিতলে সাত পয়েন্ট নিয়ে কিংস চলে যাবে পরের রাউন্ডে।
ভারতের সর্বোচ্চ লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে বসুন্ধরা কিংসের জন্য।
ম্যাচের উত্তাপ ক্লাব পর্যায় থেকে দুই দেশের লড়াইয়ে পরিণত হয়েছে বলে মনে করেন কিংসের অধিনায়ক তপু বর্মন।
এই ডিফেন্ডার বলেন, ‘এটা অনেক বড় ম্যাচ। কারণ এই ম্যাচটা নির্ধারণ করে দিচ্ছে কে যাবে পরের রাউন্ডে। এটা বাংলাদেশ-ভারত ম্যাচ হয়ে গেছে। তারা ভারতের সর্বোচ্চ লিগের চ্যাম্পিয়ন। আমরাও তাই। আশা করছি এই ম্যাচের উত্তাপ ভালোভাবে সামলে নিয়ে জিততে পারব আমরা।’
এ ম্যাচে ড্র করলে পরের রাউন্ডে চোখ বুঝে চলে যাবে মোহনবাগান। তবে ড্র নয় বরং জেতার হুংকার ছেড়েছেন দলটির ডিফেন্ডার শুভাশিষ বোস।
তিনি বলেন, ‘বাংলাদেশ আর কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আমরা সবাই জানি। বাঙালির ভেতরে আলাদা খাতিরতো আছেই। মাঠে একে অপরের সঙ্গে খেলা। ওদের হারিয়ে আমাদের জিততে হবে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমরা শতভাগ দিতে প্রস্তুত।’
এই ম্যাচ দুই স্প্যানিশ কোচের লড়াইয়েও পরিণত হয়েছে। ভারতের লিগ আইএসএলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করান স্পেনের সাবেক খেলোয়াড় ও বর্তমানে কোচ আন্তোনিও হাবাস। আর বাংলাদেশের সর্বোচ্চ লিগে কিংসকে চ্যাম্পিয়ন করিয়েছে অস্কার ব্রুসন।
হাবাসের মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রুসন।
কিংসের কোচ বলেন, ‘আমরা এখন সমান সমান। তাদের হয়তো খানিকটা সুবিধা আছে। আমরা পুরো মৌসুমে মাত্র একটা ম্যাচ হেরেছি। আমার মনে হচ্ছে কাল হারব না। নিশ্চিত কালকে সুযোগ আসবে। আমাদের কাজটা হবে সময়মতো সুযোগগুলো কাজে লাগানো।’
অন্যদিকে স্বাভাবিকভাবেই বসুন্ধরাকে হারাতে মরিয়া মোহনবাগানের কোচ হাবাস।
তিনি বলেন, ‘আমাদের এখন ছয় পয়েন্ট। ড্র করলে পরের রাউন্ডে যেতে পারব। কিন্তু আমরা ড্র নিয়ে ভাবছি না। বসুন্ধরা আমাদের কাছে অচেনা প্রতিপক্ষ ও এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। জয় ছাড়া আমরা কিছু ভাবছি না। বসুন্ধরা বেশ ভালো দল। তাদের বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি।’
এ ম্যাচে অবশ্য দলের মাঝমাঠের প্রধান অস্ত্র আদনান বুমোসকে পাচ্ছে না মোহনবাগান। দুটি হলুদ কার্ড দেখায় তৃতীয় ম্যাচে ছিটকে গেছেন এই ফরাসি তারকা। অন্যদিক পূর্ণ শক্তি নিয়ে নামছে কিংস।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে মোহনবাগানের বিপক্ষে মাঠে নামবে কিংস।